শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ঢাকা

নবাবগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ 

উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা) 
প্রকাশিত: ১১ মে ২০২৪, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

নবাবগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ 

পঞ্চমবারের মতো ঢাকার নবাবগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজ। 

শনিবার (১১ মে) স্থানীয় গণমাধ্যম সূত্রে এ বিষয়টি জানা গেছে।


বিজ্ঞাপন


উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটির সদস্য সচিব মো. শাহ্ জালাল স্বাক্ষরিত চিঠিতে এই খবর প্রকাশ পায়।

আরও পড়ুন: নোবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন ড. আসাদুন নবী

শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নবাবগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪’-এ কলেজ পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজকে নির্বাচিত করা হয়েছে।

কলেজটিতে ছাত্র-ছাত্রীদের ভালো লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, অর্থাৎ - বয়েজ স্কাউট, গার্লস গাইড, সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়মিত পরিচালিত হয়ে আসছে। এছাড়াও প্রতিষ্ঠানটির উপজেলা পর্যায়ে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বিজ্ঞান মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব বজায় রাখার গৌরব রয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: রাবিপ্রবিতে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৭৫ শতাংশ

কলেজটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রব মিয়া বলেন, ‘এই কলেজটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে উপজেলার অন্যতম কলেজ হিসেবে খ্যাতি অর্জন করেছে। আমাদের সবটুকু দিয়ে আজীবন চেষ্টা করে যাবো। আমাদের কলেজকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত করায় দক্ষ নির্বাচক মণ্ডলীসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রশাসন, উপজেলার মাধ্যমিক প্রতিষ্ঠানগুলোর প্রধান, কলেজ প্রতিষ্ঠাতা মরহুম বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেন চৌধুরী (বাবর মিয়া)-সহ অন্যান্য সদস্য ও আমার সহযোদ্ধাদের প্রতি ধন্যবাদসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর