ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ফেনীর ফুলগাজী উপজেলায় ভোটগ্রহণ চলছে।
বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে উচ্ছ্বাসহীন ভোট চলছে এ উপজেলায়। বেলা ১২টায় উপজেলার জগতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে ৬টি বুথে সকাল ৮টা থেকেই ভোটগ্রহণ চলছে। কিন্তু ভোটারের লাইনগুলো পুরোই ফাঁকা। হিসাব মতে, ৪ ঘণ্টায় এ কেন্দ্রের ৬টি বুথে ১৭৩ জন ভোট দিয়েছেন।
বিজ্ঞাপন
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাবুল চন্দ্র সাহা জানান, জগতপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ১২৪ জন ভোটার রয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয়টি বুথে ১৭৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকাল থেকেই ভোটারের উপস্থিতি কম দেখা যাচ্ছে। তবে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়তে পারে।
ভোটাররা জানান, এ উপজেলায় চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মাঝে সহজ জয়ের পথে রয়েছেন হারুন মজুমদার। ভোটের আগেই বিজয় নিশ্চিত থাকায় ভোট নিয়ে সাধারণ মানুষের মাঝে উৎসাহ নেই। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী থাকলেও তাদের দেখা পায়নি ভোটাররা।
ফুলগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসমাত জাহান লিপি জানান, ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে ২ জন চেয়ারম্যান, ৫ জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। উপজেলার ৬টি ইউনিয়নের ৩২টি ভোট কেন্দ্রের ২৪৪ বুথে মোট ১ লাখ ৫ হাজার ৬৭১ জন ভোটার রয়েছে। তন্মধ্যে পুরুষ ভোটার ৫৪ হাজার ৭৬০ ও মহিলা ভোটার ৫০ হাজার ৯১১ জন। এরআগে একক প্রার্থী থাকায় মহিলা ভাইস চেয়ারম্যান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস