বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ঢাকা

লাঠিতে ভর দিয়ে এসে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধা মনি

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৮ মে ২০২৪, ১০:৫২ এএম

শেয়ার করুন:

loading/img

বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে। আগের মতো তেমন আর চলাফেরাও করতে পারেন না। তবুও লাঠিতে ভর করে পুত্রবধূকে সঙ্গে নিয়ে ভোট দিতে কেন্দ্রে এসেছেন ৯০ বছর বয়সি বৃদ্ধা মনি বেওয়া।

বুধবার (৮ মে) সকাল ৯টার দিকে নলডাঙ্গা উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ৪১ নম্বর কাজীপুর দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন এ বৃদ্ধা।


বিজ্ঞাপন


আরও পড়ুন

নাত বউয়ের সাহায্য নিয়ে ভোট দিলেন ৭০ বছরের তাহেরা খাতুন

বৃদ্ধা মনি বেওয়া (৯০) নলডাঙ্গা উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ত্রিমোহনী দিয়ারপাড়া গ্রামের মৃত মহির উদ্দিন তালুকদারের স্ত্রী। তার পরিবারে দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্যক নাতি-নাতনি রয়েছে।

nator

৪০ বছর আগে স্বামী মহির উদ্দিন তালুকদার মারা যান। এরপর থেকে বৃদ্ধা মনি বেওয়া তার বড় ছেলের পরিবারের সঙ্গে থাকেন। জীবনে জাতীয় ও স্থানীয় নির্বাচনে কতবার ভোট দিয়েছেন, তা বয়সের ভারে মনে নেই তার। আর এভাবে কতবারই বা ভোট দিতে পারবেন তা বলতে পারেননি ৯০ বছরের এ বৃদ্ধা।


বিজ্ঞাপন


পুত্রবধূ মোছা. ছেলেনা বেগম ঢাকা মেইলকে বলেন, আমার শাশুড়ির বর্তমান বয়স আনুমানিক ৯০ বছর হবে। দীর্ঘ দিন ধরে আমাদের সঙ্গে রয়েছেন তিনি। আগে একা চলাফেরা করতে পারতেন। এখন বয়সের ভারে চলতে পারে না। অন্যের সাহায্যে চলাফেরা করেন। আমি সঙ্গে নিয়ে ভোট কেন্দ্রে এসেছি। তিনি নিজে তার ভোট দিয়েছেন। ভোট দিতে পেরে তিনি খুশি বলে জানিয়েছেন।

Nator-3

লাঠিতে ভর দিয়ে চলতে চলতে বৃদ্ধা মনি বেওয়া ঢাকা মেইলকে বলেন, অনেক দিনপর ভোট দিতে আইলাম। ভোট দিয়ে অনেক ভালো লাগছে। একা একা হাঁটতে পারি না, তাই বৌ-মার সঙ্গে আইছি বাবা। এখন বাড়ি গিয়ে শুয়ে থাকুম। শরীরটা বেশি ভালা না বাবা।

তিনি বলেন, জীবনে কতবার যে ভোট দিছি তা মনে নাই। সামনে ভোট দিতে পারমু কি না জানি না।

প্রতিনিধি/এসএস 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন