৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ ঘোষণা করেন রিটার্ণিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাবিবুল হাসান রুমি।
বিজ্ঞাপন
জেলা রির্টার্নিং কর্মকর্তা সুত্রে জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে আগামী ২১ মে রংপুরের দুটি মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন ৩ জন। তারা হলেন মোতাহার হোসেন মন্ডল মওলা মোটরসাইকেল, কামরুজ্জামান হেলিকপ্টার ও শাহ সাদমান ইশরাক আনারস প্রতীক। এছাড়াও ২ জন উপজেলা ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন।
এদিকে পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এরমধ্যে নুর মোহাম্মদ মন্ডল আনারস প্রতীক, আলম মিয়া লাঙ্গল এবং মোকারম হোসেন চৌধুরী জাহাঙ্গীর ঘোড়া প্রতীক। এছাড়াও ৫ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইসচেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন।
মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোতাহার হোসেন মন্ডল মওলা বলেন, মানুষের জন্য রাজনীতি করি, চেয়ারম্যান নির্বাচিত হলে মানুষের পাশে উন্নয়নের সাথেই থাকতে চাই। সেই সাথে পরিকল্পিত মিঠাপুকুর উপজেলা গঠন করতে চাই। এসময় তিনি মিঠাপুকুরবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। এছাড়াও প্রতীক বরাদ্দের পর সকল প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
রিটার্ণিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাবিবুল হাসান রুমি বলেন, নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে। সকল প্রার্থী বিধি মোতাবেক নির্বাচনের প্রচার প্রচারণা করবে এমন প্রত্যাশা করছি।
প্রতিনিধি/একেবি