দেশে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর আশরাফ আলীর নির্বাচনী প্রচারণা চালালেন চিত্রনায়ক ওমর সানি।
বুধবার (১ মে) দুপুরে জেলার বাংলাবান্ধা, সিপাইপাড়া, তিরনইহাট, শালবাহান হাট ও শালবাহান রোড এলাকায় প্রচারণা চালান তিনি। প্রচারণায় উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ আলী ও তার কর্মী সমর্থকরা সঙ্গে ছিলেন।
বিজ্ঞাপন
এ সময় তিনি ভাইস চেয়ারম্যান প্রার্থীর হয়ে ভোটারদের মাঝে উড়ো জাহাজ প্রতীকের লিফলেট বিতরণ করেন ও ভোট প্রার্থনা করেন চিত্রনায়ক ওমর সানি। পরে তিনি জনগণের সামনে বক্তব্যে দেন। তিনি ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলীর পক্ষে কথা বলেন ও তাকে নির্বাচনে বিজয়ী করতে সবার কাছে ভোট প্রার্থনাসহ সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ বিষয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলী বলেন, চিত্রনায়ক ওমর সানী ভাইয়ের সাথে অনেক আগে থেকেই সম্পর্ক। রাজধানী সাভারে থাকতাম। সে সুবাদে তার সাথে কথা হতো। তিনি যখন শুনেছেন, আমি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। তখন তিনি শুনে তেঁতুলিয়ায় এসে আমার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। এ নির্বাচনে যদি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি, তাহলে একজন জনপ্রতিনিধি হিসেবে উপজেলার সকল মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাব। যেহেতু আমি কৃষকলীগ করি, তাই প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে নিতে সহযোগিতা করব।
এছাড়াও চিত্রনায়ক ওমর সানি পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বুধবার রাতে তেঁতুলিয়া চৌরাস্তায় শ্রমিক ইউনিয়নের আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠানে অংশ নেন। সেখানে বক্তব্যে দেন ও গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি দেখতে শতশত দর্শকের সমাগম ঘটে।
উল্লেখ্য, আগামী ৮ মে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই তিনটি পদে মোট ১৫ প্রার্থী ভোট লড়াই করছেন। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু (আনারস), উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কাজী আনিছুর রহমান (দোয়াত কলম), কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন (কাপ পিরিচ), সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকু (ঘোড়া) ও ব্যবসায়ী নিজাম উদ্দীন খাঁন (মোটর)।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিক বরাদ্দকৃত প্রার্থীদের মধ্যে আশরাফ আলী (উড়োজাহাজ), খন্দকার আবু সালেহ ইব্রাহিম (চশমা), আবু সাইদার রহমান (তালা), আব্দুল লতিফ খান (টিউবওয়েল), আব্দুস সাত্তার (বৈদ্যুতিক পাখা), কবির হোসেন (বই), তৌহিদ হাসান তুহিন (টিয়া পাখি), মজিবর রহমান (মাইক) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা রাজিয়া (কলস) ও সৌমা চৌধুরী (ফুটবল) প্রতীক নিয়ে তারা নির্বাচনে ভোট প্রতিদ্বন্ধিতা করছেন।
প্রতিনিধি/এসএস