চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের শ্রীনগর-নারায়ণপুরে গ্রামের ধাবগাড়ির ফসলি মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
আলমডাঙ্গা ফায়ার স্টেশনের সাব অফিসার আল মামুন জানান, বুধবার সন্ধ্যার দিকে দিকে হঠাৎ পানের বরজে আগুন লাগে। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটনাস্থলে পৌঁছে আমরা কাজ শুরু করি। পানের বরজ হওয়ার কারণে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন
আলমডাঙ্গার দু’টি ইউনিটের সঙ্গে হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করে। মাঠের মধ্যে হওয়াতে পানি পাওয়া কষ্ট সাধ্য হয়ে গেছে। চার ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আনুমানিক ১৫ থেকে-২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণ করা যাচ্ছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস