সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

পিকআপ ভ্যানের ধাক্কায় অটোভ্যানের যাত্রী নিহত

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪, ০৩:৩৭ পিএম

শেয়ার করুন:

loading/img

নাটোরের গুরুদাসপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের এক যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় চালকসহ তিন আহত হয়। 

বুধবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার কর্মকর্তা ওসি মো. উজ্জ্বল হোসেন।

নিহত আয়চান মন্ডল(৫৮) উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামের পেয়ার মন্ডলের ছেলে।

আহত ব্যক্তিরা হলেন- উপজেলার একই ইউনিয়নের চলনালী গ্রামের মৃত্যু ইসার স্ত্রী পরী বেগম (৬৫), খাকড়াদহ পুর্বপাড়া গ্রামের জসিমের ছেলে ভ্যানচালক আব্দুর রহিম (৪৫) এবং বড়াইগ্রাম উপজেলার কচুগাড়ি গ্রামের জইমুদ্দিনের ছেলে মো. লালন (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নয়াবাজার থেকে তিনজন যাত্রী নিয়ে অটোভ্যানযোগে গুরুদাসপুরে যাচ্ছিলেন। এসময়ে সিরাজগঞ্জ থেকে মাছ বিক্রি শেষে একটি পিকআপ নয়াবাজার রোড হয়ে গুরুদাসপুরে ফিরছিল। এতে পিকআপ ভ্যান ঘোষপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানের পেছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় ভ্যানচালকসহ চারজন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় আয়চান মন্ডল (৫৮) নামে এক যাত্রীর মৃত্যু হয়।


বিজ্ঞাপন


ওসি মো. উজ্জ্বল হোসেন ঢাকা মেইলকে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর