কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুতের চারদিন পার হলেও এখনও উদ্ধার কাজ শেষ হয়নি। চারদিনে ৭টি বগি উদ্ধার করা হয়েছে। এখনও দুটি বগি উদ্ধারের কাজ চলছে।
বুধবার (২০ মার্চ) রাতের মধ্যেই সকল উদ্ধার কাজ সম্পন্ন করে ঢাকামুখী ট্রেন আপলাইন দিয়ে চলাচলের করবে বলে জানিয়েছেননাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন।
বিজ্ঞাপন
তিনি জানান, বুধবার রাত পর্যন্ত লাইনচ্যুত নয়টি বগির মধ্যে আটটি বগি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) মধ্যে আরও একটি বগির উদ্ধার কাজ শেষ হবে। নয়টি বগি উদ্ধারের পর ক্ষতিগ্রস্ত আপ লাইনের মেরামত কাজ শুরু হবে। আগামী দুই তিন দিনের মধ্যে আপ লাইনের ক্ষতিগ্রস্ত ৫০০ মিটার লাইন মেরামতের কাজ শেষ হবে।
গত রোববার দুপুরে ১টা ৪০মিনিটের বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর ঢাকা চট্টগ্রাম রেলপথ ১৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে ঢাকা, সিলেট ও ময়মনসিং বিভাগের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ তিন বিভাগের ট্রেন আটকা পড়ে বিভিন্ন স্টেশনে। ভোগান্তিতে পড়ে হাজার হাজার রেল যাত্রী। ঘটনার দিন সন্ধ্যা ৭টার মধ্যে চট্টগ্রাম ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন রাতভর কাজ করে ভোররাতে চট্টগ্রামগামী লাইন (ডাউন লাইন) দিয়ে দুই দিকের ট্রেন চলাচল করে।
এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। রেলওয়ের পিডব্লিউ লিটন চাকমা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় সোমবার (১৮ মার) রাতে মামলাটি দায়ের করেন। রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলার অভিযোগে রেলওয়ে পুলিশ চৌদ্দগ্রাম থেকে ৪ কিশোরকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় কারাগারে পাঠানো হয়েছে। এসব তথ্য জানান লাকসাম রেলওয়ে পুলিশ।
প্রতিনিধি/ এজে