রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভাঙ্গায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৪, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

loading/img

ফরিদপুরের ভাঙ্গায় বাস-লেগুনার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী। 

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গার মনসুরাবাদের খাড়াকান্দিতে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম ঢাকা মেইলকে এই তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল জবি শিক্ষার্থীর, বান্ধবী আহত

ওসি জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে সংঘর্ষ হয়। এতে হতাহতের এই ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরও পাঁচজনের মতো। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


Vanga

নিহতদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন, ফরিদপুরের ভাঙ্গার আড়ুয়াকান্দির আবু সাঈদের ছেলে মেহেদি মাতুব্বর (২৫), নোয়াকান্দার মৃত মোয়াজ্জেমের ছেলে হাফিজুল ইসলাম হাবু (৪০) ও মধুখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলাম। 

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, সন্ধ্যার পরে বাস ও লেগুনার দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা সেখানে ছুটে যাই। ঘটনাস্থলেই লেগুনার চার যাত্রী নিহত হন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান হয়।

আরও পড়ুন

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

এদিকে, এ দুর্ঘটনায় আহত চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন রানী বালা, পবিত্র শীল, মেহেদী, সাগর, খোকন। তারা সবাই লেগুনা যাত্রী। 

আহত পবিত্র বালা জানান, তার মাকে নিয়ে ভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে লেগুনাতে করে বাড়ি যাবার পথে খাড়াকান্দিতে গেলে একটা বাসের সাথে ধাক্কা লাগে। 

দুর্ঘটনা কবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে যান।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর