রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বগুড়ায় তীব্র শীত, জনজীবন বিপর্যস্ত 

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৪, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

loading/img
বগুড়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

বগুড়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের পাশাপাশি ঘন কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে যান চলাচলও কমেছে।

শুক্রবার (১২ জানুয়ারি) ওই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।


বিজ্ঞাপন


এ দিন সকালে জেলায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। এর আগে গত ৩ জানুয়ারি ১১ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক গোলাম কিবরিয়া জানান, বগুড়া অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা আরও কয়েক দিন অব্যাহত থাকবে। ফলে শীতের তীব্রতা আরও বাড়ার শঙ্কা রয়েছে। তিনি জানান, বগুড়ায় শুক্রবার রেকর্ডকৃত তাপমাত্রা এই মৌসুমের সর্বনিম্ন।

এদিকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। এর ফলে জনজীবনের পাশপাশি গবাদিপশুর ভোগান্তি বেড়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে সড়ক-মহাসড়কে যান চলাচল ছিল কম। যেসব যানবাহন চলাচল করেছে তাদেরও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

কনকনে শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে দিনমজুর ও শ্রমিকদের কনকনে শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হতে হয়েছে। 


বিজ্ঞাপন


বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক গোলাম কিবরিয়া জানান, চলতি সপ্তাহের মাঝামাঝি নাগাদ আবহাওয়া স্বাভাবিক হতে পারে।

প্রচণ্ড শীতের কারণে শীতজনিত রোগ বৃদ্ধি পাচ্ছে। ডায়রিয়া, নিউমোনিয়া, অ্যাজমা, সর্দি, জ্বর ও চর্মরোগে আক্রান্তরা হাসপাতালে আসছেন। 

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, তীব্র শীতের কারণে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে এটা এখনও স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তবে শীতের রোগ থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকতে হবে।

এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর