বগুড়ার নন্দীগ্রামে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে মারধর করেছে জাসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থীর কর্মী সমর্থকেরা।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর একটার দিকে নন্দীগ্রাম উপজেলার শিমলা বাজারে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
যাদেরকে মারধর করা হয়েছে তারা হলেন- নন্দীগ্রাম সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি রুবেল হোসেন, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন এবং যুগ্ম সম্পাদক রুহুল আমিন।
রুহুল আমিন জানান, বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে এবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিমলা বাজারে ডা. জিয়াউল হক মোল্লা গণসংযোগ করে চলে যান। আমার দোকানে আওয়ামী লীগের তিন নেতা বসে নির্বাচনী আলোচনা করছিলেন। এ সময় জাসদ মনোনীত সংসদ সদস্য রেজাউল করিম তানসেনের ভাগ্নে মিলন ও চাচাত ভাই বাবুর নেতৃত্বে ১০/১২ জন যুবক দোকানে এসে জিয়াউল হক মোল্লার পক্ষে কাজ করার অভিযোগ তুলে মারধর করে এলাকা ছাড়ার হুমকি দিয়ে চলে যায়।
নন্দীগ্রাম উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান রুস্তম বলেন, ঘটনাটি শুনেছি। তবে ঘটনা সত্য হয়ে থাকলে দুঃখজনক। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিজ্ঞাপন
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস