নীলফামারীর কিশোরগঞ্জে অভিযান চালিয়ে মাজেদুল ইসলাম (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার পোড়াকোট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একই এলাকার হোসেন আলীর ছেলে।
বিজ্ঞাপন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাজেদুল ইসলাম মাদক কারবার করে আসছিলেন। গোপন সংবাদে অভিযান চালিয়ে মাজেদুলের বাড়ি থেকে ১১০ বোতল ফেনসিডিলসহ তাকে থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) শরিফ উদ্দিন বলেন, তাকে আটক করে কিশোরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এসএস