মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে ৫ শতাধিক অসহায় মানুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা দিয়েছে বেসরকারি এনজিও আশা।
বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী টঙ্গিবাড়ী উপজেলার সুবচনী এলাকায় আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রে নানা বয়সী অসুস্থ নারী ও শিশুসহ বয়স্কদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেওয়া হয়।
বিজ্ঞাপন
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে সেবা প্রার্থীরা। এমন উদ্যোগ অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন- আশার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আব্দুল আলী মিয়া, সদরের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. মতিউল ইসলাম, সিরাজদীখানের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আলী আকবর, জেলা অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহমুদ মোল্লা, সুবচনী ব্রাঞ্চ ম্যানেজার পবিত্র কুমার মন্ডল, আউটশাহী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেকান্দার ব্যাপারী, সুবচনী বাজার কমিটির সভাপতি শাহজাহান মিয়াসহ আশার জেলা পর্যায়ে বিভিন্ন ব্রাঞ্চে নিয়োজিত কর্মকর্তারাসহ স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ।
অন্যদিকে এনজিও আশার পক্ষ থেকে দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের জন্য জেলা প্রশাসক বরাবর ৪ শতাধিক শীতবস্ত্র (কম্বল) হস্তান্তর করেন আশার জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আব্দুল আলী মিয়া।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস