বগুড়ায় দুই দিনব্যাপী শুরু হয়েছে উত্তরবঙ্গ গরু মেলার উদ্বোধন করেছেন রাগেবুল আহসান রিপু এমপি।
শুক্রবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশন (বিডিএফ) আয়েজিত মেলায় ২০২টি স্টলে ৪ শতাধিক সৌখিন গরু প্রর্দশণ করা হচ্ছে। সারাদেশ থেকে প্রায় দেড় হাজার খামারি এ মেলায় অংশ নিয়েছেন।
বিজ্ঞাপন
বিডিএফ’র সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার ও টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উত্তরবঙ্গ গরু মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এমন মেলা আয়োজনের মধ্যদিয়ে আধুনিক পদ্ধতিতে গরু লালন-পালনে প্রান্তিক পর্যায়ের খামারিদের উদ্বুদ্ধ করা সম্ভব। পাশাপাশি তাদের সঙ্গে বৃহৎ খামারি ও গরু ব্যবসায়ীদের সংযোগ স্থাপনে এ মেলা ভূমিকা রাখবে।
মেলায় গরু ছাড়াও গয়াল, মহিষ ও বিভিন্ন প্রজাতির পোষা প্রাণী প্রদর্শন করা হচ্ছে। দুইদিনের মেলায় সেমিনারের ব্যবস্থাও থাকবে বলে আয়োজকরা জানান।
মেলার সমন্বয়কারি বিপ্লব জানান, যেসব গরু প্রদর্শনের জন্য মেলায় তোলা হয়েছে তার অধিকাংশই মেলা থেকে বিক্রি হবে বলে তারা আশা করছেন।
প্রতিনিধি/ এজে