শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফরিদপুরে আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৩, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

loading/img

বিভিন্ন জেলা থেকে ফরিদপুরে এসে ডাকাতি করতো তারা। এমন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও মালামাল উদ্ধার করা হয়।

রোববার (৫ নভেম্বর) দুপুরে ফরিদপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার শাহজাহান।


বিজ্ঞাপন


পুলিশ সুপার শাহজাহান জানান, ফরিদপুর জেলা সদর ও নগরকান্দা উপজেলায় দু’টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

Faridpur-2

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন ক্যান্টনমেন্ট থানাধীন মাস্টার টেক গ্রামস্থ গ্রীন ভেলী টাওয়ারের ২য় তলায় অভিযান চালিয়ে ডাকাতদলের সদস্য রুবেল ফরাজী (৩০), সোহেল রানা (৩৬), সোহাগ শেখ (২৫) ও আলী হাওলাদারকে (৩০) গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তারা ঢাকায় থেকে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করতো।


বিজ্ঞাপন


এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ৪টি এলইডি টিভি ও ৭টি মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, ডাকাতি করার সময় তারা মোবাইল ফোন ব্যবহার করতো না। তারা ইন্টারনেটের মাধ্যমে অ্যাপস ব্যবহার করে নিজেদের সঙ্গে যোগাযোগ করতো। একারণে তাদের অবস্থান নিশ্চিত করা যেত না। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে গ্রেফতার করা হয়। বিকেলে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন