সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৩, ০৭:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img

বগুড়ার সোনাতলায় সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


জানা গেছে, সোনাতলা উপজেলার বালুয়াহাট ইউনিয়নের গবারপাড়া গ্রামের আতাউর রহমানের মেয়ে আফিয়া (১৩) ও আতাউরের ভাই জিল্লুর রহমানের ছেলে জিসান (৯) বাড়ির পাশের পুকুরে গত কয়েক দিন ধরে কলার গাছের ভেলা বানিয়ে সাঁতার শিখছিল। 

রোববার দুপুরে পুকুরে সাঁতার শিখতে গিয়ে ভাই-বোন নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেল ৫টার দিকে তাদের মরদেহ পুকুরে ভেসে ওঠে। 

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর