রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ছোট ভাইয়ের

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩, ০৭:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img

জামালপুরের মেলান্দহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষে বড় ভাই আব্দুর রশিদের দায়ের কোপে আহত ছোট ভাই দুলাল মিয়া (৬০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।


বিজ্ঞাপন


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির বৃষ্টির পানি নামানো নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। কথা-কাটাকাটি একপর্যায়ে অভিযুক্ত আব্দুর রশিদ ছোট ভাই দুলাল ও দুলালের স্ত্রী হাফেজা বেগমকে দা দিয়ে কুপিয়ে আহত করে। আহতদের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক।

এদিকে পাঁচ দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া নিহতের স্ত্রী হাফেজা বেগমও (৫৫) গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে জামালপুর জেনারেল হাসপাতালে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন বড় ভাই আব্দুর রশিদ (৬৫)। সকালে ছোট ভাইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মেলান্দহ থানা পুলিশ আব্দুর রশিদকে আটক করেছে পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় দুলাল মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়েছে। তিনিও জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর