শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাদারীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:০০ পিএম

শেয়ার করুন:

loading/img

মাদারীপুরের শিবচরে রিনা বেগম (২৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার হাতিরবাগান মাঠ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী জাহাঙ্গীর মিয়া পলাতক রয়েছে।


বিজ্ঞাপন


নিহত রিনা বেগম শিবচরের পাঁচ্চর এলাকার বড় দোয়ালী শিকদারকান্দি এলাকার মোসলেম মাতুব্বরের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর এলাকার হাতিরবাগান মাঠ সংলগ্ন আব্দুর রহমান হাওলাদারের বাড়িতে স্ত্রী রিনা বেগম ও দুই শিশুপুত্র নিয়ে ভাড়া থাকতেন জাহাঙ্গীর মিয়া নামের এক ব্যক্তি। তিনি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। শনিবার দিবাগত রাত ১১টার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে আট বছর ও নয় মাস বয়সী দুই শিশুপুত্রকে নিয়ে স্বামী জাহাঙ্গীর মিয়া ঘর থেকে বের হয়ে যায়। ভোরে ঘরের আড়ার সঙ্গে রিনা বেগমের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের ফলাফল আসলে বাকিটা বলা যাবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন