জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নুর আলম (১৮) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালিজুড়ি ইউনিয়নের পূর্ব সুখনগরী গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত নুর আলম ওই গ্রামের নাদু আকন্দের ছেলে।
বালিজুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য নাজির হোসেন লাজু জানান, নিহত নুর আলম আজ বিকেলে তার বাড়িতে ইজিবাইকের চার্জ দিতে গেলে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. সাব্বির আহমেদ জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহত নুর আলমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যুর বিষয়টি আমি শুনেছি। নিহতের পরিবারের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস