রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাছে রং মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি: পিরোজপুর
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৩, ০৭:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

পিরোজপুরের কাউখালীতে মাছে রং মেশানোয় দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (২১ আগস্ট) উপজেলার সদর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ বায়েজিদুর রহমানের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের মাছে রং মেশানোর অভিযোগ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান।


বিজ্ঞাপন


কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ওই দিন সকালে উপজেলার সদরের সাপ্তাহিক বাজারের দিন হিসাবে বাজার পরিদর্শনে যান ভ্রাম্যমাণ আদালত। তখন ওই বাজারের মাছ বিক্রেতা নুরুল ইসলাম ও ইয়াকুব হোসেনের কাছে থাকা মাছে ক্ষতিকর রাসায়নিক রং মেশানোর তথ্য মিলে। ওই দুই মাছ ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দুই মাছ ব্যবসায়ীরা বাগেরহাটের বলে জানা গেছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন