রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

কুমিল্লায় নামাজরত অবস্থায় নারীকে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩, ০২:২৩ এএম

শেয়ার করুন:

loading/img
নিহত রশিদা বেগম। ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে নামাজরত অবস্থায় রশিদা বেগম (৫৫) নামে মধ্যবয়সী এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বৃহস্পতিবার (২৭ জুলাই) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


এর আগে বুধবার (২৬ জুলাই) নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া (মানিকমুড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রশিদা বেগম ওই গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

ঘটনার পর থেকে নিহত রশিদার গহনা ও মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা- চুরি করতে এসে কিংবা পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

রশিদার মেয়ের জামাই মোহাম্মদ নবীর ঢাকা মেইলকে বলেন, গত ৮ মাস আগে তার (শাশুড়ি রশিদা) ছেলে বিল্লাল হোসেন পোল্যান্ড থেকে এসে একই গ্রামের এক মেয়েকে বিয়ে করেন। তবে বিয়ের কিছুদিন পর বিল্লাল বিদেশে চলে যায়। এদিকে, মনোমালিন্যের কারণে বিল্লালের স্ত্রীও বাবার বাড়ি চলে যায়। এরপর থেকে শাশুড়ি একাই থাকতেন। জানতে পেরেছি, তিনি বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ছিলেন। সেজদারত অবস্থায় মাথায় আঘাতের কারণে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুরো রুমে রক্ত ছড়িয়ে পড়ে।

নিহতের ছেলে বিল্লাল হোসেন মুঠোফোনে ঢাকা মেইলকে বলেন, মা আমাকে বলতো- রাতে বাড়ির পাশে কে যেন দাঁড়িয়ে থাকে। আমি মাকে সাহস দিতাম। কিন্তু গতকাল রাতে এমন ঘটনাটা ঘটে গেল। তারা আমার মাকে মাথায় আঘাত করে হত্যা করেছে। আমি মায়ের হত্যার বিচার চাই।


বিজ্ঞাপন


এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ঢাকা মেইলকে বলেন, গতকাল রাতেই ঘটনাস্থলে গিয়েছি। মহিলার মাথায় আঘাতের চিহ্ন আছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

প্রতিনিধি/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর