নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে রেজাউল করিম নামে ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে বুধবার (১৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে জেলার পোরশা উপজেলার তিলনা এলাকা তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার রেজাউল করিম পত্নীতলা উপজেলার বোয়ালী এলাকার মৃত রিয়াজের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জুলাই রাত সাড়ে ১০টার দিকে রেজাউলের সঙ্গে তার স্ত্রী ফৌজিয়া বেগমের সাংসারিক বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। এ সময় রেজাউল ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে পেটাতে থাকেন। একপর্যায়ে স্ত্রীর পেটে চাকু ঢুকিয়ে দিলে তার নাড়িভুড়ি বেরিয়ে যায়। মাটিতে লুটিয়ে পড়া ফৌজিয়াকে দ্রুত ছেলে-মেয়েরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধানী থাকা অবস্থায় ১৭ জুলাই সকালে মারা যান ফৌজিয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা, এ ঘটনায় নিহতের বাবা পত্নীতলা থানায় একটি হত্যা মামলা করেন। এরপর আসামি রেজাউলকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পোরশা উপজেলার তিলনা এলাকা তাকে গ্রেফতার করা হয়।
রেজাউলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পত্নীতলা থানায় একটি মামলা করা হয়েছে বলেও র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
টিবি