খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের বটতলী গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শিশু সিয়াম মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের বটতলী গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সিয়াম দ্বিতীয়।
মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম বলেন, বিকেলের দিকে শিশুটির মা-বাবা লায়েক জমাদারের পুকুরের পাশের জমিতে ধান রোপণ করছিল। এসময় সে জমির পাশেই বসেছিল। কাজ শেষে বাড়ি ফেরার সময় সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে সিয়ামকে পুকুরের পানিতে ভাসতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মিল্টন ত্রিপুরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, শিশু সিয়ামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এমএইচটি