রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঢাকা টু ব‌রিশাল বিমান ভাড়া কত?

এভিয়েশন ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

ঢাকা টু ব‌রিশাল বিমান ভাড়া কত?

বরিশালকে বাংলার ভেনিস বলা হয়। নদীঘেরা এই অঞ্চলের মানুষ সাধারণত লঞ্চেই যাতায়াত করেন। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর এখন সড়কপথেও যাচ্ছেন অনেকেই। পর্যটনকেন্দ্র হিসেবে বরিশাল জনপ্রিয় না হলেও উল্লেখযোগ্য কিছু স্থান রয়েছে, যেমন— কুয়াকাটা সমুদ্র সৈকত, লাকুটিয়া জমিদার বাড়ি, দুর্গাসাগর দিঘী ইত্যাদি। এই অঞ্চলে একটি বিমানবন্দর থাকলেও ফ্লাইটের সংখ্যা বেশ কম। তবে সময় বাঁচাতে এবং আরামদায়ক ভ্রমণের জন্য বিমানে চড়েন অনেকেই। আকাশপথে ঢাকা থেকে বরিশাল যেতে আধা ঘণ্টারও কম সময় লাগে।

আরও পড়ুন: ঢাকা-কক্সবাজার বিমান ভাড়া কত?


বিজ্ঞাপন


বর্তমানে ঢাকা থেকে বরিশাল রুটে শুধুমাত্র ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল করে। পর্যটন মৌসুম এবং সময়ভেদে বিমানের ভাড়া ভিন্ন হয়ে থাকে। এই এয়ারলাইন্সগুলোর ঢাকা টু বরিশাল বিমান ভাড়া জানুন।

us-banglaইউএস-বাংলা এয়ারলাইন্স

বর্তমানে ঢাকা থেকে বরিশাল রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট আছে। প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যায়। সবধরনের ট্যাক্স ও চার্জ মিলে এই রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সর্বনিম্ন ভাড়া ৩ হাজার টাকা, সর্বোচ্চ ভাড়া ৮ হাজার ৪০০ টাকা। ঢাকা টু বরিশাল যেতে-আসতে সর্বনিম্ন ভাড়া লাগবে ৬ হাজার টাকা।

আরও পড়ুন: ঢাকা টু চট্টগ্রাম বিমান ভাড়া কত?


বিজ্ঞাপন


biman-bangladeshবিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ঢাকা থেকে বরিশাল রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট আছে। ঢাকা থেকে বরিশাল রুটে বিমান বাংলাদেশের সর্বনিম্ন ভাড়া ৩ হাজার টাকা, সর্বোচ্চ ৭ হাজার ৩০০ টাকা। ঢাকা থেকে বরিশাল যেতে আসতে সর্বনিম্ন ভাড়া লাগবে ৬ হাজার টাকা।

অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে বরিশাল রুটেই বিমান ভাড়া সবচেয়ে কম। ভ্রমণবিলাসীরা যদি আকাশপথ উপভোগ করতে চান তাহলে বিমানে চড়ে যেতে পারবেন বরিশালে।

এমএইচটি/এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর