রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রিয়াদ ও মদিনায় ডানা মেলছে ইউএস-বাংলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ০৯:১৪ এএম

শেয়ার করুন:

রিয়াদ ও মদিনা ডানা মেলছে ইউএস-বাংলা

ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী বছরের এপ্রিল থেকে মদিনা ও রিয়াদ রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে। এ জন্য বেসরকারি এই এয়ারলাইন্সটি প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।

সোমবার (২৬ নভেম্বর) কক্সবাজারে একটি অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ইউএস-বাংলা মাত্র দুটি এয়ারক্রাফট নিয়ে যাত্রা শুরু করেছিল। কিন্তু এখন তাদের বহরে ২৪টি এয়ারক্রাফট এবং বড় বড় কয়েকটি উড়োজাহাজ রয়েছে। 


বিজ্ঞাপন


তিনি জানান, সব ঠিক থাকলে আগামী এপ্রিল বা মে মাসে মদিনা ও রিয়াদ রুটে ফ্লাইট চালু হবে, যা প্রবাসী বাংলাদেশি এবং হজ বা ওমরা করতে যাওয়া যাত্রীদের জন্য সুবিধাজনক হবে।

কামরুল ইসলাম আরও বলেন, ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবে, ইউএস-বাংলা বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইন্স যেমন এমিরেটস, কাতার এয়ারওয়েজ, এবং সৌদি এয়ারলাইনসের মতো উন্নত এয়ারক্রাফট ব্যবহার করে যাত্রীসেবা প্রদান করতে প্রস্তুতি নিয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইনস ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করার পর, স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের অ্যাভিয়েশন মার্কেটে যাত্রীদের মধ্যে আস্থা অর্জন করেছে। বর্তমানে তারা দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করছে এবং বিদেশি রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রেও সফলতা অর্জন করেছে।

এমআইকে/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর