মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Fog Lights

ফগ লাইট কী? শীতকালে কেন যানবাহনে ফগ লাইট ব্যবহার করা হয়

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৫, ০৯:১৪ এএম

শেয়ার করুন:

fog lights

শীতকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় যানবাহনে ফগ লাইট ব্যবহার করা হয়। ফগ লাইট একটি এডিশনাল লাইট যেটি কুয়াশাচ্ছন্ন বা ঝাপসা আবহাওয়ায় অতিরিক্ত আলো দিতে ব্যবহার করা হয়। ফগ লাইটকে এডিশনাল বা অক্সিলারি লাইট হিসেবেও ধরা যায়। যেহেতু অনেকসময়ই এটি কাস্টম আলাদাভাবে লাগিয়ে ব্যবহার করা হয়, কোম্পানি থেকে দেওয়া হয় না।

fog_lights


বিজ্ঞাপন


আরও পড়ুন:  কুয়াশার মধ্যে নিরাপদে গাড়ি-বাইক চালানোর নিয়ম

ফগ লাইট কী?

প্রধান লাইটের সাহায্যকারী এ লাইট হেডলাইটের পাশাপাশি বাইকের দুই পাশ বা মাঝখান থেকে আলাদা আলো দেয় যা কুয়াশা, বৃষ্টি, বা তুষারপাতের সময় রাইডারকে দেখতে সাহায্য করে। সুতরাং প্রতিকূল পরিবেশ ছাড়া এই লাইট ব্যবহারের কোনো প্রয়োজন নেই।

fog_main


বিজ্ঞাপন


শীতকালে অনেকেই গাড়ি, বাইকে ফগ লাইট লাগান। কেউ কেউ উৎপাদনকারী প্রতিষ্ঠানের দেওয়া স্টক হেডলাইট ফেলে দিয়ে এলইডি লাইট প্রতিস্থাপন করেন।

আরও পড়ুন: মোটরসাইকেলে ফগ লাইট লাগানো কি বেআইনি?

fog_main

ফগ লাইট কেন ব্যবহার করা হয়?

যারা রাতের হাইওয়েতে গাড়ি, বাইক চালান, তারা অনেকসময়ই আলোক স্বল্পতায় ভোগেন। শীতকালে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া হলে এ সমস্যা আরও বেড়ে যায়। তখন মোটরযানের বাড়তি আলোর ব্যবস্থা করতে ফগ লাইট লাগানো হয়। 

gog

ফগ লাইট ব্যবহারে সর্তকতা

যানবাহনে ফগলাইট থাকলেও ফগ লাইট তখনই ব্যবহার করা উচিত যখন ফগ বা কুয়াশাচ্ছন্ন, ঝাপসা আবহাওয়া আছে। সেটি না করে আপনি পরিষ্কার আবহাওয়ায় শুধু শুধু ব্যবহারের ফলে যে অপরদিক থেকে আসা চালকের দৃষ্টি হারিয়ে দুর্ঘটনা হবেনা তা কিন্তু বলা যায় না।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর