শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

টিপস

শীতকালে এই উপায়ে বাইক চালালে ঠান্ডা লাগবে না

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ এএম

শেয়ার করুন:

winter bike riding

জেঁকে বসেছে শীত। এই সময় বাইক চালানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চললে শীত জনিত সমস্যায় সর্দি কাশিসহ বিভিন্ন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে মিলবে সমাধান।

শীতের সময় বড়ই সমস্যায় পড়তে হয় বাইকারদের। এসময় ঘোরার মজা থাকলেও ঠান্ডায় জেরবার হতে হয় অনেককেই। সেজন্য শীতের সন্ধ্যা-রাতে বাইকে ঘুরে বেড়ালে একটু সচেতন থাকা উচিত। নয়তো যেকোনো সময় ঠান্ডা-কাশি-জ্বর-সর্দি হয়ে যেতে পারে।


বিজ্ঞাপন


ktm-bike

বিকাল বা সন্ধ্যার পরে অথবা খুব সকালে বাইক নিয়ে বেরিয়ে পড়লে, ভালোভাবে কান ও মাথা ঢেকে রাখতে হবে। শীতের ঠান্ডা হাওয়া থেকে বাঁচতে গরম পোশাক পরতে হবে।

আরও পড়ুন: শীতে স্টার্ট নেয় না মোটরসাইকেল, যত্নে রাখবেন যেভাবে

বাইক চালানোর সময় হেলমেট পরার পাশাপাশি মাথায় হালকা টুপি পরে তার উপর হেলমেট পরুন। সঙ্গে শিশু থাকলে তার কান-মাথা ঢেকে রাখুন। গলায় হালকা স্কার্ফ জড়িয়ে নিলে ঠান্ডা এড়ানো সম্ভব।


বিজ্ঞাপন


ti[s

শীতের সময় বাতাসে অনেক বেশি ধুলা, কলকারখানা ও যানবাহনের ধোঁয়া মিশে থাকে সেজন্য গরম পোশাক পরার পাশাপাশি দূষিত বাতাস নাক-মুখ দিয়ে ঢুকতে থাকলে ফুসফুসে সংক্রমণ হবে। তাই মাস্ক পরুন।

শীতে পানি পানের পরিমাণ কমে যায়। তাই এই সময় পানিশূন্যতার সমস্যা দেখা দেয় অনেকের। তাই বেশি করে পানি পান করুন। যদি খুব লম্বা ভ্রমণ হয়, তাহলে মাঝে মাঝে ফ্লাসকে রাখা গরম পানি পান করলে ঠান্ডা লাগবে না।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর