শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্ক্র্যাচ দূর করে মোটরসাইকেল চকচকে রাখার উপায়

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ এএম

শেয়ার করুন:

motorcycle clean and polish

শীতকালে মোটরসাইকেলে ধুলাবালি বেশি লাগে। ফলে দ্রুতই নোংরা হয়। এই সমস্যা এড়াতে অনেকেই নিয়মিত বাইক ওয়াশ করান। কিন্তু তারপর ঝকঝকে তততকে করে না সাধের মোটরবাইক। এই সমস্যার সমাধান আপনার হাতেই আছে। বাইক যদি নতুন রাখতে চান তবে সামান্য কিছু খরচ করতে হবে। সেটি হচ্ছে বাইক ওয়াশ করার পর পলিশ করত হবে। 

আরও পড়ুন: বাইক পরিষ্কারের সময় যে কাজটি অবশ্যই করবেন


বিজ্ঞাপন


শীতে নিয়মিত বাইক ওয়াশ করানোর পর অবশ্যই ভালো মানের পলিশ করাতে হবে। এখন বাজারে ক্রিম পলিশ ও স্প্রে পলিশ-দুটাই পাওয়া যায়। আপনার যেটা খুশি সেটা কিনে বাইকের মেটাল ও প্লাস্টিক অংশে ব্যবহার করুন। দেখবেন বাইক হয়ে উঠবে নতুনের মতো। 

clean

বাইক ধোয়ার সময় ঠিকঠাক করে না ধুলে ময়লা থেকে যেতে পারে, যা ক্ষতি করতে পারে আপনার সাধের গাড়ির। এদিকে বাড়িতে নিজে থেকে পলিশ করতে গেলেই কখনওই তা দোকানের মতো ঝাঁ চকচকে হয় না। 

আরও পড়ুন: মোটরসাইকেলের এয়ার ফিল্টার কতদিন পরপর পরিষ্কার করবেন?


বিজ্ঞাপন


তবে, জানেন কি মাত্র ১০ টাকাতেই আপনি বাড়িতে নিজেই দিব‍্যি চকচকে করে তুলতে পারবেন আপনার প্রিয় গাড়ি। এমনকি দূর হয়ে যাবে বাইক্রের গায়ের স্ক্র‍্যাচ বা দাগও। খরচও হবে মাত্র ১০ টাকা। 

polish

এর জন‍্য লাগবে কেবল টুথপেস্ট। টুথপেস্ট প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে। সকলেরই সকাল শুরু হয় ব্রাশে টুথপেস্ট দিয়ে দাঁত মেজে। খুব সহজে টুথপেস্ট দিয়েই চকচকে করে তুলতে পারবেন বাইক, স্কুটি।  

টুথপেস্ট দিয়ে বাইক পরিষ্কার করতে চাই মাত্র ৩ টি জিনিস। চাই সাদা রঙের একটি টুথপেস্ট, সঙ্গে কোনও নরম কাপড় (মাইক্রোফাইবার কাপড়) আর পানি। এতেই হবে। ধাপে ধাপে জেনে নিন, কীভাবে করবেন।

polish-pic

প্রথমে বাইক বা স্কুটিকে একটি ভেজা কাপড় দিয়ে মুছে নিন। বাইরের ধুলা এবং ময়লা যাতে চলে যায়। এবার অল্প পরিমাণে সাদা টুথপেস্ট নিন এবং যে জায়গায় স্ক্র‍্যাচ বা যেকোনো দাগ রয়েছে সেখানে ভালো করে ঘষুন।

ঘষার পর পরিষ্কার ও ভেজা কাপড় দিয়ে মুছে নিন। এবার একটি শুকনো কাপড় দিয়ে বাইকটি মুছুন। তবে ঘষার সময় সতর্ক থাকবেন। খুব জোরালে ভাবে ঘষলে অনেক সময় দাগ পড়ে যেতে পারে।

আরও পড়ুন: শীতে স্টার্ট নেয় না মোটরসাইকেল, যত্নে রাখবেন যেভাবে

বাইকের গায়ে যে জায়গায় পেইন্ট রয়েছে বা আঁকা রয়েছে সেখানে আরও আলতো ভাবে ঘষুন। টুথপেস্টে হাইটেনিং এজেন্ট থাকলে ব‍্যবহার করবেন না। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর