শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নতুন ডিজাইনে ১২৫ সিসির পালসার আনল বাজাজ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

bajaj pulsar n125

যারা এতদিন ১২৫ সিসির পালসারের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বাজারে অফিশিয়ালি লঞ্চ হলো বাজাজ পালসার এন১২৫। এই ছোট পালসার ভারতে বিক্রি হচ্ছে ৯৪ হাজার ৭০৭ রুপিতে। 

বাজাজ পালসার এন১২৫ মডেলটিকে সম্পূর্ণ এটি একটি সম্পূর্ণ নতুন মডেল। ডিজাইন থেকে শুরু করে চ্যাসিস ও ইঞ্জিন, সবই তাই নতুন। চলুন বাইকটি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: এই সুপার স্পোর্টস বাইকের নাম শুনেছেন?

বাজাজ পালসার-এর অন্যান্য মডেলের মতোই এই বাইকেও শার্প লাইন এবং স্টাইলিং লক্ষ্য করা গেছে। এছাড়া রয়েছে একাধিক একাধিক প্যানেল। আবার রিয়ার সেকশনে স্লিক নকশা ফুটিয়ে তোলা হয়েছে।

new_model

বাজাজ পালসার এন১২৫ দুই ভ্যারিয়েন্টে এসেছে – এলইডি ডিস্ক এবং এলইডি ডিস্ক বিটি। বেস ভ্যারিয়েন্টে রয়েছে সরু রিয়ার টায়ার, ব্লুটুথ কানেক্টিভিটিসহ ছোট এলসিডি এবং সেলফ স্টার্ট। যেখানে টপ স্পেক মডেলটিতে দেওয়া হয়েছে আকর্ষণীয় কালার, ব্লুটুথ কানেক্টিভিটিসহ বৃহত্তর এলসিডি ডিসপ্লে, চওড়া পেছনের টায়ার এবং একটি ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর বা আইএসজি। নিঃশব্দে বাইকটি চালু করতে সহায়তা করবে। এছাড়া উপস্থিত সুইচেবল অটো স্টার্ট/স্টপ। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: রয়েল এনফিল্ড বাংলাদেশে কবে আসবে জানা গেল

টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং প্রিলোড অ্যাডজাস্টেবল মোনোশকসহ লঞ্চ হয়েছে বাইকটি। ১৭ ইঞ্চি হইলে ছুটবে এই বাইক। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে সামনে ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। আবার রয়েছে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। 

বাইকটির শক্তির উৎস হিসাবে উপস্থিত একটি ১২৪.৫৮ সিসি, এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে ৮৫০০ আরপিএম গতিতে ১২ বিএইচপি শক্তি এবং ৬০০০ আরপিএম গতিতে ১১ এনএম টর্ক পাওয়া যাবে। মোটরের সঙ্গে সংযুক্ত একটি ফাইভ স্পিড গিয়ারবক্স। ইতিমধ্যেই বাইকটির বুকিং শুরু হয়েছে। শিগগিরই করা হবে। এই ছোট পালসার বাংলাদেশের বাজারে আসবে কিনা সে সম্পর্কে এখনো কিছু জানায়নি বাজাজ ইন্ডিয়া।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর