মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রায়াম্ফ ডেটোনা ৬৬০

এই সুপার স্পোর্টস বাইকের নাম শুনেছেন?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ১১:০১ এএম

শেয়ার করুন:

এই সুপার স্পোর্টস বাইকের নাম শুনেছেন?

সিসি লিমিট থাকার কারণে বাংলাদেশে খুব বেশি একটা সুপার স্পোর্টস বাইক দেখা যায় না। এদেশের সড়কে চলে কমিউটার বাইক। দু একটি রেসিং ও স্পোর্টসও যে চলে না সেটা বলা যাবে না। তবে সুপার স্পোর্টস বাইকের সংখ্যা নেই বললেই চলে। তাই বাংলাদেশি বাইকাররা এসব মোটরসাইকেলের সঙ্গে পরিচিত নন। কিন্তু ভারতে সিসি লিমিট নেই বললেই চলে। তাই সেখানে স্থানীয় ও আন্তর্জাতিক অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানের বিভিন্ন ঘরাণার বাইক পাওয়া যায়। ভারতে যতগুলো সুপার স্পোর্টস বাইক আছে তার মধ্যে অনত্যম ট্রায়াম্ফের তৈরি। এই প্রতিষ্ঠান সম্প্রতি ডেটোনো ৬৬০ মডেল এনেছে। 

নতুন এই সুপার স্পোর্টস মোটরসাইকেলের যেমন শক্তিশালী ইঞ্জিন রয়েছে তেমনি পাবেন দুর্দান্ত কিছু ফিচার। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 


বিজ্ঞাপন


সম্প্রতি লঞ্চ হওয়া মডেলটির দাম ভারতে ৯ লাখ ৭২ হাজার রুপি।

biek2

টায়াম্ফ ডেটোনো ৬৬০ মডেলটি প্রতিষ্ঠানটির ট্রাইডেন্ট ৬৬০ এর একই প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি। এতে রয়েছে চোখ ধাঁধানো স্পোর্টি ডিজাইন, ফুল ফেয়ারিং স্টাইল এবং টুইন এলইডি হেড লাইট। মোট তিনটি রঙের বিকল্পে এই বাইক বেছে নেওয়া যায় – স্নোদোনিয়া হোয়াইট, স্যাটিন গ্রানাইট এবং কার্নিভাল রেড।

আরও পড়ুন: শক্তিশালী ইঞ্জিনে আসছে হিরোর এই অ্যাডভেঞ্চার বাইক


বিজ্ঞাপন


ট্রায়াম্ফ ডেটোনো ৬৬০ মডেলে রয়েছে একটি ৬৬০ সিসি, ইনলাইন ট্রিপল ইঞ্জিন। এটি থেকে ১১,২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৯৫ বিএইচপি শক্তি এবং ৮,২৫০ আরপিএম গতিতে ৬৯ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরের সঙ্গে সংযুক্ত রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স। এছাড়া এতে উপলব্ধ রেইন, রোড এবং স্পোর্ট মোড।

bke1

এই স্পোর্টস বাইকে হার্ডওয়্যার হিসেবে দেওয়া হয়েছে একটি স্টিল ফ্রেম, শোয়া এসএফএফ-বিপি ফর্ক এবং শোয়া মনোশক সাসপেনশন। ব্রেকিংয়ের জন্য রয়েছে সামনে ৩১০ মিমি টুইন এবং পেছনে ২২০ মিমি ডিস্ক ব্রেক।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর