হিরো অফরোড ট্যুরার বাইক এক্সপালস। যা তরুণদের কাছে দারুণ জনপ্রিয়। বিশেষ করে যারা মোটরসাইকেল নিয়ে অ্যাডভেঞ্চারে যেতে ভালোবাসেন। এই বাইক এবার আসছে আরও শক্তিশালী ইঞ্জিনে। যার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। এই বাইক কেনা যাবে ২১০ সিসির ইঞ্জিনে।
বিজ্ঞাপন
ইতালির মিলান খ্যাত বাইক প্রদর্শনী ইআইসিএমএ ইভেন্টে হিরো তাদের নতুন এক্সপালস বাইক উন্মোচন করবে।

ইতিমধ্যে হিরোর পক্ষ থেকে মডেলটির একটি নতুন টিজার প্রকাশ করা হয়েছে। এটি একটি অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক। পরবর্তীতে এটি ভারতেও লঞ্চ করা হবে। টিজার দেখে অনুমান করা হচ্ছে, এটি হিরো এক্সপালসের বৃহত্তর ভার্সন।

টিজারে বাইকটির ইঞ্জিনের আওয়াজ শোনা গিয়েছে। খানিক দেখাও মিলেছে। সামনে রয়েছে ঠোঁটের মত মাডগার্ড। এর সঙ্গে রয়েছে এলইডি হেড ল্যাম্প, যা একটি গ্রিল দ্বারা আবৃত। অফ-রোডিংয়ের সময় এটি সামনে থেকে আসা কোন আঘাত থেকে হেড ল্যাম্পকে রক্ষা করবে। হেড ল্যাম্পের উপরে রয়েছে এবং হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর।

এদিকে সম্প্রতি ভারতের লাদাখের খড়দুংলাতে হিরো এক্সপালস ২১০ মডেলের টেস্টিং করতে দেখা গেছে। অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকটির আপাদমস্তক ক্যামোফ্লেজ দ্বারা আবৃত ছিল। এটি আকার আকৃতিতে ২০০ মডেলটির তুলনায় বৃহত্তর। এতে রয়েছে গোলাকৃতি এলইডি হেড ল্যাম্প, তুলনামূলক বড় ফুয়েল ট্যাঙ্ক এবং ছোট ভাইজর। এই বাইকের দাম কেমন হবে সে সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।
এজেড

