সম্প্রতি বাজারে এসেছে ফ্লেক্স ফুয়েল চালিত মোটরসাইকেল। ফ্লেক্স ফুয়েল হলো ১৫ শতাংশ পেট্রোলের সঙ্গে ৮৫ শতাংশ ইথানলের মিশ্রণ। যার নাম ই৮৫। সম্প্রতি হোন্ডা ফ্লেক্স ফুয়েল চালিত মোটরসাইকেল এনেছে।
বিশ্বব্যাপী ইথানলের ব্যাপক উৎপাদন বেড়েছে। পেট্রোলের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে এর ব্যবহার।
বিজ্ঞাপন
আরও পড়ুন: হোন্ডা এই প্রথম ফ্লেক্স ফুয়েল বাইক আনল
পেট্রোল চালিত যানবাহনে খুব সহজেই ১০ শতাংশ ইথানল মিশ্রণ ব্যবহার করা যায়। কিন্তু ১৫ শতাংশ ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারের জন্য সামান্য পরিবর্তনের প্রয়োজন হয়।

শুধু মোটরসাইকেল নয়, গাড়িতেও এই ধরনের ফুয়েলের মিশ্রণ ব্যবহার শুরু হয়েছে।
বিজ্ঞাপন
ফ্লেক্স ফুয়েল ব্যবহারের ফলে পরিবেশ দূষণ কমবে। কেননা, এই মিশ্রিত জ্বালানি কম কার্বন নির্গমণ করে। এটা মোটরসাইকেলের ইঞ্জিনের জন্যও ভালো। কিন্তু যেকোনো মোটরসাইকেলেই এই মিশ্রণ ব্যবহার করা যায় না। এজন্য ইঞ্জিনে কিছু পরিবর্তন আনতে হয়।
এজেড

