
শেয়ার করুন:
তায়েব মিল্লাত হোসেন
তায়েব মিল্লাত হোসেন—জন্মস্থান মুন্সিগঞ্জ-বিক্রমপুর। উচ্চশিক্ষা বাংলা সাহিত্যে। প্রায় দুই দশক ধরে একজন পেশাদার সাংবাদিক। কাজ করেছেন প্রথম আলো, ইনডিপেনডেন্ট টেলিভিশন, ডেইলি ঢাকা টাইমস, সাপ্তাহিক এই সময়, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে। কাব্য আর গদ্য সাহিত্যেও সক্রিয় তিনি। গবেষক হিসেবে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ঢাকা প্রকল্পে যুক্ত ছিলেন। রাজধানী ঢাকার ইতিহাস-ঐতিহ্য-নগরায়ন নিয়ে বহুমুখী লেখালেখিতে নিয়মিত সময় দেন। কাব্যগ্রন্থ 'দেয়ালের ঢাকায় দোয়েল' তায়েব মিল্লাত হোসেন বিরচিত প্রথম বই। ঢাকা মেইলের নিয়মিত লেখক তিনি।