images

তথ্য-প্রযুক্তি

গ্রামীণফোনে ১ পয়সা/সেকেন্ড অফার চালুর উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৪ মার্চ ২০২৩, ০৬:৫২ পিএম

দেশের বৃহৎ মোবাইল অপারেটর গ্রামীণফোন দিচ্ছে ১ পয়সায় প্রতি সেকেন্ড কথা বলার সুযোগ। অফারটি নিতে পারবেন প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকরা। তবে মাইপ্ল্যান, এক্সপ্লোর স্পেশাল, মান্থলি কমিটমেন্ট প্ল্যান এবং স্কিটো গ্রাহকরা এই সুবিধা পাবেন না। একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জের মাধ্যমে অফারটি চালু করা যাবে। চলুন জেনে নিই ১ পয়সা/সেকেন্ড অফার চালুর উপায়।

আরও পড়ুন: হারানো ফোন কোথায় আছে জানার উপায়

যেভাবে ১ পয়সা/সেকেন্ড অফারটি চালু করবেন

গ্রাহকগণ ৩৩/৫৪/১১৯/২২৯/৩০৯ টাকা রিচার্জে যথাক্রমে ৩/৭/৩০/৬০/৯০ দিন মেয়াদে (রিচার্জের দিনসহ) যেকোনো লোকাল নম্বরে ১ পয়সা/সেকেন্ড কলরেট অফারটি উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন: এয়ার কন্ডিশনের বাংলা জানেন না বেশিরভাগ মানুষ

১ পয়সা/সেকেন্ড অফারের মেয়াদ চেক করবেন

অফারের মেয়াদ জানতে ডায়াল করুন *১২১*১*২# (প্রিপেইড) ও *১২১*৪৬০১# (পোস্টপেইড)।

১ পয়সা/সেকেন্ড অফার বন্ধ করবেন যেভাবে

অফারটি বন্ধ করতে ডায়াল করুন *১২১*১০০৩*১#

সুবিধা

  • রিচার্জের টাকা গ্রাহকের মূল অ্যাকাউন্টে যোগ হবে।
  • দেশের ভেতরে যেকোনো নেটওয়ার্কে (জিপি-জিপি, জিপি-অন্য মোবাইল অপারেটর, জিপি-পিএসটিএন ও জিপি-আইপিটিএসপি) ১ পয়সা/সেকেন্ড কলরেটের সুবিধা পাবেন। এই সুবিধা এফএনএফ, সুপার এফএনএফ এর ক্ষেত্রেও প্রযোজ্য। তবে শর্ট কোডে করা কল অফারের অন্তর্ভুক্ত নয়।
  • বায়োস্কোপ প্রাইম পাসের ৩০ দিনের সাব্‌সক্রিপশন পাবেন বিনামূল্যে।
  • এই স্পেশাল কলরেট— ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট, ইমার্জেন্সি ব্যালেন্স এবং কল ডাইভার্ট/কল ফরোয়ার্ড ট্যারিফের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ক্রয়কৃত মিনিট, বোনাস মিনিট, বোনাস অ্যামাউন্ট এবং ইমার্জেন্সি ব্যালেন্স আগে ব্যবহৃত হবে। কল ডাইভার্ট/ফরোয়ার্ড সুবিধাটি চালু থাকাকালীন রেগুলার প্রোডাক্ট প্যাকেজ এর ট্যারিফ প্রযোজ্য হবে।
  • ক্যাম্পেইন চলাকালীন একাধিকবার অফারটি নেওয়া যাবে। একাধিক রিচার্জে সর্বোচ্চ মেয়াদটি প্রযোজ্য হবে।
  • গ্রাহক অন্য কোনো ১ পয়সা অফার নিলে সর্বোচ্চ মেয়াদটি প্রযোজ্য হবে। স্পেশাল কল রেট এর মেয়াদ শেষে গ্রাহক তার পূর্ববর্তী অফার/প্যাকেজে ফিরে যাবেন

সতর্কতা

  • গ্রামীণফোন পরবর্তী ঘোষণা দেয়ার আগে পর্যন্ত অফারটি চলবে।
  • মূল অ্যাকাউন্ট বা রিচার্জের মেয়াদ শেষ হয়ে গেলে এই স্পেশাল কলরেটের ব্যবহার সাময়িকভাবে স্থগিত থাকবে।
  • পোস্টপেইড গ্রাহকদের ক্ষেত্রে এই অফার চালু করার পর কমিটমেন্ট প্ল্যান চালু করলে অফারটি বাতিল হয়ে যাবে।
  • যেসব পোস্টপেইড গ্রাহকদের সংযোগ বকেয়ার জন্য সাময়িকভাবে বিচ্ছিন্ন আছে, অফার উপভোগ করার জন্য তাদের সম্পূর্ণ বিল পরিশোধ করতে হবে। এরপর নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করলে অফার চালু হয়ে যাবে।
  • সকল চার্জে ১৫ শতাংশ সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। সাথে মূল রেটের উপর ১ শতাংশ সারচার্জ প্রযোজ্য।
  • ইন্টারনেট প্যাক বা অফার কেনার সময় যদি বিকাশ বা কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করেন তাহলে প্রিপেইড গ্রাহকদের ক্ষেত্রে লিমিট ২০ টাকা থেকে ১০০০ টাকা। আর পোস্টপেইড গ্রাহকদের ক্ষেত্রে ২০ টাকা থেকে ৫০০০০ টাকা।
  • ইন্টারনেট প্যাক বা অফার কেনার সময় যদি বিকাশ বা কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করতে চান তাহলে পূর্ববর্তী কোনো বকেয়া বা ইমার্জেন্সি ব্যাল্যান্স নেয়া থাকলে সেটি আগে পরিশোধ করুন। অন্যথায় রিচার্জ করলে অফার চালু না হয়ে বকেয়া টাকা আগে কাটা হবে।

এমএইচটি