বৃহস্পতিবার, ২ মে, ২০২৪, ঢাকা

এয়ার কন্ডিশনের বাংলা জানেন না বেশিরভাগ মানুষ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৩, ০৯:০৯ এএম

শেয়ার করুন:

এয়ার কন্ডিশনের বাংলা জানেন না বেশিরভাগ মানুষ

 

গরমে শীতল বাতাস পেতে বাসা-বাড়ি, অফিস-আদালতে এয়ার কন্ডিশন যন্ত্র স্থাপন করা হয়। এই যন্ত্র কক্ষের গরম বাতাস বাইরে টেনে নিয়ে ঠান্ডা বাতাস প্রবাহিত করে। কম-বেশি সবাই এয়ার কন্ডিশনের সঙ্গে পরিচিত। কিন্তু এই যন্ত্রের বাংলা নাম জানেন না বেশিরভাগ মানুষ। 


বিজ্ঞাপন


এয়ার কন্ডিশনিং মেশিন বা এয়ার কন্ডিশনার মেশিনের এখন সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয় ‘এসি’ মেশিন নামে।  

সাধারণত আমরা এসি নামেই চিনি, তবে এরও বাংলায় প্রতিশব্দ রয়েছে, যা অনেকেরই অজানা। যদিও বাংলার প্রতিশব্দটির চল নেই বললেই চলে। এসি মেশিনের দুটো বাংলা প্রতিশব্দ রয়েছে। একটি হল বাতানুকূল যন্ত্র। অর্থাৎ বাতাসকে অনুকূল রাখে যে যন্ত্র। আর এয়ারকন্ডিশনিং মেশিনের বাংলা প্রতিশব্দ হলো শীতাতপ যন্ত্র।

শীতাতপ শব্দের অর্থ হল শীত ও আতপ (তাপ বা সূর্যের তেজ) নিয়ন্ত্রণকারী যন্ত্র। যদিও অনেকেই ভুল করে ‘শীততাপ যন্ত্র’ বলে থাকেন, কিন্তু সেটি ভুল ব্যবহার। সঠিক শব্দ হলো শীতাতপ যন্ত্র। যদিও এসি মেশিনের দুটি বাংলা প্রতিশব্দের ব্যবহার খুবই কম। বরং আমরা বাংলা হরফে এয়ারকন্ডিশনার বা এসি মেশিন দেখতেই বেশি অভ্যস্ত।

acউল্লেখ্য, এয়ার কন্ডিশনার বা এসি-র ক্ষমতা টন দিয়ে পরিমাপ করা হয়। এক টন তাপমাত্রার অর্থ এক টন বরফ ২৪ ঘণ্টায় গলাতে যে পরিমাণ তাপমাত্রা প্রয়োজন হয়। আপনার ঘরের আয়তন অনুযায়ী এয়ার কন্ডিশনারের টন নির্ভর করবে। ছোট ঘর হলে ১ টন, মাঝারি ঘর হলে ১.৫ টন এবং বড় ঘর হলে ২ টনের এয়ার কন্ডিশনার লাগানো যেতে পারে।


বিজ্ঞাপন


এয়ার কন্ডিশনারের জন্য যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হয় তা নির্ভর করে এয়ার কন্ডিশনারের মডেলের ওপরে। বাজারে ২ স্টার, ৩ স্টার এবং ৫ স্টার এয়ার কন্ডিশনার রয়েছে। এয়ার কন্ডিশনারের মডেল অনুযায়ী ইলেকট্রিক খরচ হয় এবং সেই অনুযায়ী ইলেকট্রিক বিল আসে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর