তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৬, ১০:০৮ এএম
হাড়কাঁপানো শীতে ঘরকে উষ্ণ রাখতে রুম হিটার এখন অনেকেরই নিত্যসঙ্গী। তবে এই আরামদায়ক যন্ত্রটি ব্যবহারের অসতর্কতায় যেমন বাড়তে পারে বিদ্যুৎ বিল, তেমনি ঘটতে পারে বড় দুর্ঘটনা। তাই রুম হিটার কেনার সময় কেবল দাম নয়, বরং নিরাপত্তা বৈশিষ্ট্য এবং ঘরের মাপ অনুযায়ী সঠিক হিটার নির্বাচন করা অত্যন্ত জরুরি।
ঘরের মাপ অনুযায়ী সঠিক হিটার নির্বাচন
সব হিটার সব ধরনের ঘরের জন্য কার্যকর নয়। ভুল হিটার নির্বাচনে বিদ্যুৎ খরচ অনেক বেড়ে যায়।
ছোট ঘর (১০০ বর্গফুট): এই মাপের ঘরের জন্য ৭৫০ ওয়াটের (750W) হিটার যথেষ্ট।
মাঝারি বা বড় ঘর (১৫০-১৭০ বর্গফুট): এই আয়তনের ঘরের জন্য ১৫০০ ওয়াটের (1500W) হিটার আদর্শ। মনে রাখবেন, বড় ঘরের জন্য কম শক্তির হিটার ব্যবহার করলে ঘর ঠিকমতো গরম হবে না, উল্টো দীর্ঘক্ষণ চলার কারণে বিদ্যুৎ বিল বেশি আসবে।

কোন ধরনের হিটার আপনার জন্য সেরা?
বাজারে মূলত তিন ধরনের রুম হিটার পাওয়া যায়-
১. হ্যালোজেন হিটার: এতে জ্বলন্ত রড বা কয়েল থাকে। এটি খুব দ্রুত সামনের অংশ গরম করে। ছোট ঘর এবং অল্প সময়ের জন্য এটি সাশ্রয়ী।
২. ফ্যান হিটার: হিটিং কয়েলের সাথে ফ্যান থাকায় এটি দ্রুত পুরো ঘরে গরম বাতাস ছড়িয়ে দেয়। মাঝারি ঘরের জন্য এটি বেশ কার্যকর।
৩. তেল ভর্তি হিটার (Oil-filled): এটি ধীরে ধীরে গরম হলেও দীর্ঘ সময় ঘরকে আরামদায়ক উষ্ণ রাখে। বড় ঘরের জন্য এবং দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এটি স্বাস্থ্যসম্মত ও আরামদায়ক।

রুম হিটারে বিদ্যুৎ বিল কমানোর কৌশল
রুম হিটার একটি এসি (AC)-র মতোই বিদ্যুৎ খরচ করতে পারে। বিল নিয়ন্ত্রণে রাখতে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন:
অটো কাট-অফ ফিচার: হিটার কেনার সময় অবশ্যই এতে 'অটো কাট-অফ' সুবিধা আছে কি না দেখে নিন। ঘর পর্যাপ্ত গরম হলে হিটারটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে, যা বিদ্যুৎ সাশ্রয় করবে।
টাইমার ও সেটিংস: টাইমার সেট করা থাকলে নির্দিষ্ট সময় পর হিটার বন্ধ হয়ে যাবে। এছাড়া তাপমাত্রা সামঞ্জস্য করার (Adjustable Settings) সুবিধা থাকলে প্রয়োজন অনুযায়ী ওয়াট কমিয়ে চালানো যায়।
আরও পড়ুন: রুম হিটারের দাম কেমন? কী ধরনের রুম হিটার কেনা উচিত?
সঠিক বিল্ড কোয়ালিটি: ২ থেকে ৩ হাজার টাকার ভালো মানের ব্র্যান্ডের হিটার কেনা দীর্ঘমেয়াদে সাশ্রয়ী। সস্তা হিটারে নিরাপত্তা ঝুঁকি যেমন থাকে, তেমনি যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ অপচয় বেশি হয়।
স্বাস্থ্য সচেতনতা
অতিরিক্ত সময় হিটার চালালে ঘরের আর্দ্রতা কমে যায়, যা ত্বক ও চোখের শুষ্কতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে হ্যালোজেন ও ফ্যান হিটারে এই সমস্যা বেশি হয়। তাই ঘর একেবারে বন্ধ না রেখে সামান্য বায়ুচলাচলের ব্যবস্থা রাখা উচিত। দীর্ঘসময় ব্যবহারের ক্ষেত্রে তেল ভর্তি হিটার স্বাস্থ্যের জন্য বেশি উপযোগী।
এজেড