তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ০৩:১৬ এএম
ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের প্রধান মাধ্যম হলো জিমেইল। কিন্তু প্রযুক্তির প্রসারের সাথে সাথে বাড়ছে জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি। সামান্য অসতর্কতায় আপনার গুরুত্বপূর্ণ তথ্য, ছবি কিংবা ব্যাংক সংক্রান্ত তথ্য চলে যেতে পারে হ্যাকারদের দখলে। তবে কিছু কৌশল ও নিরাপত্তা ফিচার ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টকে রাখা যায় একদম নিরাপদ। জেনে নিন আপনার জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার কার্যকর উপায়গুলো।
আপনার অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কি না বুঝবেন যেভাবে
আপনার অজান্তেই অন্য কেউ আপনার মেইল ব্যবহার করছে কি না, তা যাচাই করা খুব সহজ। নিচের ধাপগুলো অনুসরণ করুন:
প্রথমে স্মার্টফোনের Settings অপশনে গিয়ে Google-এ ক্লিক করুন।
এরপর Manage your Google account অপশনে যান।
সেখানে থাকা Security বিভাগে গিয়ে Your Device অপশনটি খুঁজে বের করুন।
এবার Manage all devices-এ ক্লিক করলেই দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটি বর্তমানে কোন কোন ফোন, ল্যাপটপ বা কম্পিউটারে লগ-ইন করা আছে।
তালিকায় অপরিচিত কোনো ডিভাইসের নাম দেখলে দ্রুত সেটি সিলেক্ট করে Sign Out করে দিন।

যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন
আপনার অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিকতা আছে কি না তা বুঝতে এই বিষয়গুলো খেয়াল করুন: ১. নিজের অবস্থান ছাড়া অন্য কোনো শহর বা দেশ থেকে লগ-ইন দেখালে। ২. আপনার পাঠানো নয়—এমন কোনো মেইল আউটবক্সে দেখা গেলে। ৩. আসেনি এমন মেইল ইতোমধ্যে 'পঠিত' (Read) হিসেবে দেখালে। ৪. হঠাৎ করে ট্র্যাশ (Trash) বা স্প্যাম (Spam) ফোল্ডারে প্রচুর মেইল জমা হতে থাকলে।
সুরক্ষায় নিতে হবে যে পদক্ষেপগুলো
টু-স্টেপ ভেরিফিকেশন (2 Step Verification): গুগল অ্যাকাউন্টের এই ফিচারটি অবশ্যই চালু রাখুন। এটি চালু থাকলে আপনার পাসওয়ার্ড কেউ জানলেও মোবাইলে আসা বিশেষ কোড বা নোটিফিকেশন ছাড়া লগ-ইন করতে পারবে না।
আরও পড়ুন: ডিজিটাল প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
পাসওয়ার্ড পরিবর্তন: নির্দিষ্ট সময় পর পর শক্তিশালী ও ভিন্নধর্মী পাসওয়ার্ড সেট করুন।
অচেনা ডিভাইসে লগ-ইন এড়িয়ে চলা: অন্যের ফোন বা কম্পিউটারে নিজের মেইল লগ-ইন না করাই ভালো। প্রয়োজনে লগ-ইন করলেও কাজ শেষে অবশ্যই সাইন আউট নিশ্চিত করুন।
সচেতনতাই সাইবার নিরাপত্তা নিশ্চিত করার প্রধান হাতিয়ার। তাই আজই আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি সেটিংস পরীক্ষা করে নিন।
এজেড