রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ডিজিটাল প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ১০:১৭ এএম

শেয়ার করুন:

ডিজিটাল প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
ডিজিটাল প্রতারণা ঠেকাতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার ২০২৬

ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টিকে বরাবরই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ডিজিটাল প্রতারণা রুখতে এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এবার মেটা অধিকৃত এই মেসেজিং অ্যাপটি আনতে চলেছে আরও একটি শক্তিশালী সিকিউরিটি ফিচার। নতুন এই ফিচারের নাম দেওয়া হয়েছে ‘অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি’। মূলত অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি এই ফিচারটি ডিজিটাল মাধ্যমে ছবি বা ভিডিও আদান-প্রদান এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে।

কী কী সুবিধা মিলবে এই ফিচারে?


বিজ্ঞাপন


হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচার ট্র্যাককারী সংস্থা ‘হোয়াটসঅ্যাপ বেটা ইনফো’ (WABetaInfo) জানিয়েছে, নতুন এই ‘অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি’ ফিচারের মাধ্যমে ইউজাররা একাধিক সুরক্ষা সুবিধা পাবেন-

স্বয়ংক্রিয় সেভ বন্ধ: এই ফিচার চালু থাকলে অন্য কারও পাঠানো ছবি বা ভিডিও আপনার ফোনের গ্যালারিতে নিজে থেকেই আর সেভ হবে না। এর ফলে একদিকে যেমন আপনার ডিভাইসের স্টোরেজ বাঁচবে, অন্যদিকে হ্যাকার বা প্রতারকদের পাঠানো ক্ষতিকর কোনো ফাইল অজান্তেই ফোনে জমা হতে পারবে না।

মিডিয়া শেয়ারে নিয়ন্ত্রণ: ছবি বা ভিডিও শেয়ার করার ক্ষেত্রে বাড়তি নিষেধাজ্ঞা বা নিয়ন্ত্রণ আরোপ করা যাবে।

chat


বিজ্ঞাপন


চ্যাট হিস্ট্রি সুরক্ষা: চ্যাট হিস্ট্রি অন্য কাউকে পাঠানোর ক্ষেত্রেও ব্লক বা বাধা দেওয়ার পরিষেবা চালু হতে পারে এই ফিচারের অধীনে।

পছন্দসই ব্যবহারের সুযোগ (অপশনাল ফিচার)

হোয়াটসঅ্যাপ বেটা ইনফো-র তথ্যমতে, অ্যানড্রয়েড অ্যাপের ২.২৫.১০.৪ সংস্করণে (ভার্সন) এই নতুন ফিচারের খোঁজ পাওয়া গিয়েছে। তবে এই ফিচারটি বাধ্যতামূলক নয়, বরং এটি একটি ‘অপশনাল’ বা ঐচ্ছিক সুবিধা। ব্যবহারকারী চাইলে অ্যাপের সেটিংসে গিয়ে এটি চালু করতে পারেন, আবার প্রয়োজন না মনে করলে বন্ধ করেও রাখতে পারবেন।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নতুন ফিচার ২০২৬: টাইপ করলেই তৈরি হবে স্টিকার

কবে নাগাদ মিলবে এই সুবিধা?

নতুন এই সিকিউরিটি ফিচারটি কবে নাগাদ সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে, তা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এখনও স্পষ্টভাবে জানায়নি। তবে ফিচারটির ওপর কাজ চলছে এবং খুব দ্রুতই অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এটি ব্যবহার করার সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে। মূলত চ্যাট এবং মিডিয়া ফাইলের ওপর 
ইউজারের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতেই এই আধুনিক ব্যবস্থা নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর