images

তথ্য-প্রযুক্তি

ল্যাপটপে এই ৪টি সেটিংস কি চালু? অজান্তেই ফাঁস হতে পারে আপনার ডাটা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

০৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম

বর্তমানে আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের অনেকটা অংশ জুড়েই থাকে ল্যাপটপ বা পিসি। তবে আপনি কি জানেন, আপনার অজান্তেই ল্যাপটপের কিছু ডিফল্ট সেটিংস আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে চলেছে? মূলত ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করার নামে মাইক্রোসফট এই ডেটাগুলো সংগ্রহ করে, যা অনেক সময় আপনার গোপনীয়তা ও নিরাপত্তার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।

ল্যাপটপ বা পিসিকে নিরাপদ রাখতে উইন্ডোজের কোন সেটিংসগুলো এখনই যাচাই করা প্রয়োজন, চলুন দেখে নেওয়া যাক:

১. ডায়াগনস্টিক ডেটা (Diagnostic Data)

উইন্ডোজের এই সেটিংটি আপনার সিস্টেমের পারফরম্যান্স, অ্যাপ ব্যবহারের ধরন এবং এরর মেসেজ সংক্রান্ত তথ্য মাইক্রোসফ্টের কাছে পাঠায়। যদিও এটি সিস্টেমের উন্নতির জন্য করা হয়, তবে অতিরিক্ত তথ্য শেয়ার করা এড়াতে এটি নিয়ন্ত্রণ করা জরুরি।

কীভাবে বন্ধ করবেন: Settings > Privacy & Security > Diagnostics & Feedback-এ যান। সেখানে ‘Optional Diagnostic Data’ পাঠানোর অপশনটি বন্ধ করে দিন।

২. অ্যাডভার্টাইজিং আইডি (Advertising ID)

প্রতিটি উইন্ডোজ ইউজারের জন্য একটি ইউনিক বিজ্ঞাপন আইডি থাকে। এর মাধ্যমে বিভিন্ন অ্যাপ আপনার পছন্দ ও আচরণ ট্র্যাক করে এবং সেই অনুযায়ী আপনাকে বিজ্ঞাপন দেখায়।

কীভাবে বন্ধ করবেন: Settings > Privacy & Security > General-এ গিয়ে ‘Advertising ID’ অপশনটি ‘Off’ বা ডিসেবল করে দিন। এতে আপনার ব্যক্তিগত পছন্দের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখানো বন্ধ হবে।

৩. অ্যাপ পারমিশন (App Permissions)

আমরা যখনই কোনো নতুন সফটওয়্যার বা অ্যাপ ইনস্টল করি, সেগুলো প্রায়ই ক্যামেরা, মাইক্রোফোন বা ক্যালেন্ডারের অ্যাক্সেস চায়। অনেক ক্ষেত্রে অ্যাপের কাজের জন্য এই পারমিশন প্রয়োজন না হলেও আমরা ভুলবশত ‘Allow’ করে দিই।

কীভাবে নিয়ন্ত্রণ করবেন: Settings > Privacy & Security-তে গিয়ে নিচের দিকে ‘App Permissions’ সেকশনটি দেখুন। সেখান থেকে অপ্রয়োজনীয় অ্যাপের ক্যামেরা বা মাইক্রোফোন অ্যাক্সেস বন্ধ করে দিন।

laptop

৪. লোকেশন সার্ভিস (Location Service)

অধিকাংশ ল্যাপটপ বা পিসির জন্য সার্বক্ষণিক লোকেশন পারমিশনের প্রয়োজন পড়ে না। এটি চালু থাকলে আপনার শারীরিক অবস্থান সংক্রান্ত তথ্য মাইক্রোসফ্টের কাছে চলে যায়

কীভাবে বন্ধ করবেন: Settings > Privacy & Security > Location-এ যান। সেখানে লোকেশন সার্ভিসটি আপনার প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ বন্ধ অথবা নির্দিষ্ট কিছু অ্যাপের জন্য সীমাবদ্ধ করে দিন।

আরও পড়ুন: বছরের পর বছর একই ওয়াইফাই পাসওয়ার্ড? জানুন কী বিপদ অপেক্ষা করছে

সাইবার নিরাপত্তার এই যুগে নিজের ডিভাইসের সেটিংস সম্পর্কে সচেতন থাকাই হ্যাকারদের থেকে বাঁচার প্রধান উপায়। তাই আজই আপনার উইন্ডোজ ল্যাপটপের এই সেটিংসগুলো পরীক্ষা করে নিন।

এজেড