তথ্যপ্রযুক্তি ডেস্ক
০২ জানুয়ারি ২০২৬, ১২:৪৮ পিএম
গান শোনা, ভার্চুয়াল মিটিং কিংবা ফোনে কথা বলা—সবক্ষেত্রেই ইয়ারফোন এখন আমাদের নিত্যসঙ্গী। বাজারে বর্তমানে দুই ধরনের ইয়ারফোন রাজত্ব করছে: সনাতন তারযুক্ত (Wired) এবং আধুনিক তারহীন বা টিডব্লিউএস (TWS)। কিন্তু প্রযুক্তি ও সুবিধার বিচারে আপনার জন্য কোনটি সঠিক? কেনার আগে জেনে নিন দুই ধরনের ইয়ারফোনের ভালো-মন্দ সব দিক।
তারযুক্ত ইয়ারফোনের সুবিধা ও সীমাবদ্ধতা
পেশাদার মিউজিশিয়ান বা গেমারদের কাছে এখনও প্রথম পছন্দ তারযুক্ত ইয়ারফোন। এর কারণগুলো হলো:
শব্দের উচ্চমান: অডিও সিগন্যাল সরাসরি কেবলের মাধ্যমে আসায় শব্দের মান থাকে অটুট এবং কোনো ধরনের ল্যাগ থাকে না।
ঝামেলামুক্ত ব্যবহার: এতে ব্যাটারি চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং দামেও এটি বেশ সাশ্রয়ী।
নির্ভরযোগ্যতা: গেমিং বা কলিংয়ের সময় এতে 'জিরো ল্যাটেন্সি' বা শব্দ পৌঁছাতে দেরি হওয়ার সমস্যা নেই। তবে এর প্রধান অসুবিধা হলো তারের জট পাকানো এবং চলাফেরার সময় ফোনের সাথে যুক্ত থাকার বাধ্যবাধকতা।

ওয়্যারলেস বা টিডব্লিউএস-এর জয়জয়কার
স্টাইল এবং স্বাচ্ছন্দ্যের জন্য বর্তমান প্রজন্মের প্রথম পছন্দ হলো তারহীন ইয়ারফোন। এর বিশেষ দিকগুলো হলো:
মুক্ত বিচরণ: কোনো তারের ঝামেলা নেই বলে জিম, দৌড়ানো বা ভ্রমণের জন্য এটি অত্যন্ত আরামদায়ক।
আরও পড়ুন: ফোনের চার্জিং পোর্টের পাশে এই ছোট্ট ছিদ্রের ব্যবহার অনেকেই জানেন না
স্মার্ট ফিচার: এতে টাচ কন্ট্রোল, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং স্টাইলিশ কম্প্যাক্ট ডিজাইন পাওয়া যায়। এর অসুবিধার মধ্যে রয়েছে নিয়মিত চার্জ দেওয়ার ঝামেলা, হারিয়ে যাওয়ার ঝুঁকি এবং গেমিংয়ের সময় সামান্য ল্যাটেন্সি বা শব্দ বিলম্বের সমস্যা। এ ছাড়া উচ্চমানের অডিওর জন্য এর পেছনে বেশ মোটা অঙ্ক খরচ করতে হয়।

স্বাস্থ্য ঝুঁকি ও ব্যবহারবিধি
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘক্ষণ উচ্চ শব্দে ইয়ারফোন ব্যবহার কানের জন্য ক্ষতিকর। ব্যবহারের ক্ষেত্রে কিছু পরামর্শ:
অফিসের দীর্ঘ কাজ বা গুরুত্বপূর্ণ কলের জন্য তারযুক্ত ইয়ারফোন ব্যবহার করা নিরাপদ ও সাশ্রয়ী।
শরীরচর্চা বা ভ্রমণের সময় তারহীন ইয়ারফোন বেশি সুবিধাজনক।
আপনার জন্য কোনটি সেরা?
যদি আপনি নিখুঁত শব্দ (Audio Quality), কম দাম এবং দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা খুঁজছেন, তবে তারযুক্ত ইয়ারফোনই আপনার জন্য সেরা পছন্দ। অন্যদিকে, যারা স্টাইল, আধুনিক ফিচার এবং তারের ঝামেলামুক্ত জীবন পছন্দ করেন, তাদের জন্য ওয়্যারলেস ইয়ারফোনই উপযুক্ত। আপনার প্রয়োজন বুঝে সঠিক প্রযুক্তিটি বেছে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ।
এজেড