শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ফোনের চার্জিং পোর্টের পাশে এই ছোট্ট ছিদ্রের ব্যবহার অনেকেই জানেন না

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ১২:২১ পিএম

শেয়ার করুন:

ফোনের চার্জিং পোর্টের পাশে এই ছোট্ট ছিদ্রের ব্যবহার অনেকেই জানেন না
ফোনের চার্জিং পোর্টের পাশে এই ছোট্ট ছিদ্রের ব্যবহার অনেকেই জানেন না।

আপনি কি জানেন, আপনার মোবাইল ফোনের চার্জিং পোর্টের কাছে যে ছোট্ট ছিদ্রটি থাকে, সেটি আসলে কী কাজে ব্যবহৃত হয়? অনেকেই ভুল করে এটিকে রিসেট বাটন বা সিম ট্রের ছিদ্র বলে মনে করেন। কিন্তু বাস্তবে এই ছোট্ট ছিদ্রের আড়ালেই রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি, যা আপনার কল করার সময়ের শব্দ এবং অডিওর গুণমান নির্ধারণে বড় ভূমিকা রাখে।

ছিদ্রটির আসল পরিচয়: 'প্রাইমারি মাইক্রোফোন'


বিজ্ঞাপন


স্মার্টফোনে চার্জিং পোর্টের পাশে থাকা ওই ছোট্ট ছিদ্রটি আসলে মাইক্রোফোনের প্রধান অবস্থান। কল করার সময়, ভিডিও ধারণ কিংবা ভয়েস রেকর্ডিং—সব ক্ষেত্রেই আপনার কণ্ঠস্বর স্পষ্ট ও পরিষ্কারভাবে রেকর্ড করার জন্য এই মাইক্রোফোনটিই ব্যবহৃত হয়।

hole

নয়েজ ক্যানসেলেশন বা শব্দ নিয়ন্ত্রণ

কিছু আধুনিক স্মার্টফোনে এই ছিদ্রটি 'সেকেন্ডারি মাইক্রোফোন'-এর অংশ হিসেবেও কাজ করতে পারে। এর কাজ হলো আশপাশের অপ্রয়োজনীয় শব্দ বা 'নয়েজ' কমানো। এটি বাতাসের শব্দ, যানবাহনের হর্ন এবং চারপাশের কোলাহল স্বয়ংক্রিয়ভাবে ফিল্টার করে দেয়, ফলে আপনার কণ্ঠস্বর অপর প্রান্তের মানুষের কাছে আরও স্পষ্টভাবে পৌঁছে যায়।


বিজ্ঞাপন


ফোনে একাধিক মাইক্রোফোন কেন থাকে?

বর্তমান সময়ে হাই-কোয়ালিটি অডিও অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই স্মার্টফোনগুলোতে একাধিক মাইক্রোফোন ব্যবহার করা হয়। এর কার্যপদ্ধতি বেশ চমৎকার:

প্রাইমারি মাইক্রোফোন: সরাসরি আপনার কণ্ঠস্বর রেকর্ড করে।

সেকেন্ডারি মাইক্রোফোন: আশপাশের পরিবেশের শব্দ সংগ্রহ করে।

hole2

সফটওয়্যার: এরপর সফটওয়্যার অপ্রয়োজনীয় আওয়াজ বাদ দিয়ে শুধু আপনার কণ্ঠস্বরটি পরিষ্কারভাবে অপর প্রান্তে পাঠায়। এই প্রযুক্তির কারণেই এখন বাজেট ফোনেও উন্নত কল কোয়ালিটি পাওয়া সম্ভব হচ্ছে।

কেন নিচে রাখা হয়?

মাইক্রোফোন ফোনের নিচের অংশে রাখার মূল কারণ হলো মানুষের শারীরিক গঠন বা 'এরগোনমিক্স'। আমরা যখন ফোনে কথা বলি, তখন ফোনের নিচের দিকটি স্বাভাবিকভাবেই আমাদের মুখের সবচেয়ে কাছে থাকে। এই কারণেই কণ্ঠস্বর নিখুঁতভাবে ধারণ করার জন্য এই জায়গাটি সবচেয়ে উপযোগী।

সাবধান: এই ছিদ্রে কিছুই ঢোকাবেন না

mobile

অনেকেই ভুল করে এটিকে সিম ট্রের ছিদ্র ভেবে পিন বা কোনো ধারালো বস্তু ঢুকিয়ে দেন। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ:

এতে ভেতরে থাকা সংবেদনশীল মাইক্রোফোন সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে যেতে পারে।

ফোন চালু অবস্থায় ধাতব কিছু ঢোকালে সার্কিট ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন: রাতে স্মার্টফোন চার্জ দেওয়ার সঠিক নিয়ম

এর ফলে কলিং এবং অডিও সংক্রান্ত ফিচারগুলো চিরতরে অকেজো হয়ে যেতে পারে।

স্মার্টফোনের অডিওর স্বচ্ছতার জন্য এই ছোট্ট ছিদ্রটি অত্যন্ত জরুরি। তাই এর সঠিক ব্যবহার জানা এবং একে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করা প্রত্যেক ব্যবহারকারীর জন্য গুরুত্বপূর্ণ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর