তথ্যপ্রযুক্তি ডেস্ক
০২ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ এএম
স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি। তাদের জনপ্রিয় 'নিও' সিরিজের পরবর্তী সংস্করণ হিসেবে Realme Neo 8 এবং এর একটি বিশেষ ভ্যারিয়েন্ট Realme Neo 8 Infinite Edition বাজারে আসার অপেক্ষায়। সম্প্রতি ইন্টারনেটে এই ফোনের খুচরা বিক্রয় বক্সের (রিটেল বক্স) ছবি ফাঁস হওয়ার পর থেকেই প্রযুক্তি বিশ্বে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
জানুয়ারিতেই আসছে 'ইনফিনিটি এডিশন'
চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবো-তে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আগামী ২০২৬ সালের জানুয়ারিতে চীনে এই ফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হতে পারে। ফোনের বক্সে থাকা 'নেক্সট এআই' (Next AI) লোগো থেকে স্পষ্ট যে, এতে রিয়েলমির সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের সাপোর্ট থাকবে।
কাস্টম ডিসপ্লে ও ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট
রিয়েলমি নিও ৮ ইনফিনিটি এডিশনে স্যামসাংয়ের তৈরি কাস্টম এম১৪ অ্যামোলেড (M14 AMOLED) ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। এতে থাকবে সর্বোচ্চ ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট। দীর্ঘক্ষণ ব্যবহারের ক্ষেত্রে চোখের সুরক্ষা দিতে এতে আধুনিক 'আই প্রোটেকশন' প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীকে স্বচ্ছ ও আরামদায়ক অভিজ্ঞতা দেবে।
পারফরম্যান্স ও শক্তিশালী প্রসেসর
স্ট্যান্ডার্ড রিয়েলমি নিও ৮ মডেলে কোয়ালকমের শক্তিশালী Snapdragon 8 Gen 5 চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। এটি ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি, যা অত্যন্ত দ্রুতগতিতে কাজ করতে সক্ষম। এর সাথে উন্নত পারফরম্যান্স নিশ্চিত করতে থাকবে LPDDR5x র্যাম এবং UFS 4.1 স্টোরেজ প্রযুক্তি।

৮০০০mAh ব্যাটারির বিশাল চমক
এই সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে এর ব্যাটারি। লিক হওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে ৮০০০mAh-এর বিশাল সিলিকন কার্বন ব্যাটারি থাকতে পারে। দ্রুত চার্জ করার জন্য এতে দেওয়া হতে পারে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
ক্যামেরা ও অন্যান্য ফিচার
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনের পেছনে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা থাকতে পারে।
ডিসপ্লে সাইজ: ৬.৭৮ ইঞ্চির এলটিপিএস (LTPS) ফ্ল্যাট স্ক্রিন, যার রেজোলিউশন হবে ১.৫-কে (1.5K)।
কানেক্টিভিটি: দ্রুত গতির ইন্টারনেটের জন্য ওয়াই-ফাই ৭ এবং ব্লুটুথ ৫.৪ সুবিধা।
আরও পড়ুন: দুই ডিসপ্লে ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় অপোর চমক
সুরক্ষা ও অন্যান্য: ধুলা ও পানি থেকে সুরক্ষা দিতে থাকবে IP68 রেটিং। এছাড়া গেমিং ও টাইপিংয়ে ভালো অভিজ্ঞতার জন্য এতে এক্স-অক্ষ (X-axis) লিনিয়ার মোটর ব্যবহার করা হবে।
মিড-টু-প্রিমিয়াম সেগমেন্টে রিয়েলমির এই নতুন সিরিজ বাজারে এলে অন্যান্য ব্র্যান্ডের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
এজেড