স্মার্টফোন বাজারে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অপো (Oppo)। প্রতিষ্ঠানটি তাদের ফ্ল্যাগশিপ সিরিজে যুক্ত করতে যাচ্ছে নতুন দুটি স্মার্টফোন— Oppo Find N6 এবং Oppo Find X9 Ultra। আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি ফোনগুলোতে থাকছে শক্তিশালী ক্যামেরা এবং বিশাল ব্যাটারি ব্যাকআপ।
ওপো ফাইন্ড এক্স৯ আল্ট্রা (Oppo Find X9 Ultra)
বিজ্ঞাপন
প্রযুক্তিপ্রেমীদের মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি উত্তেজনা দেখা যাচ্ছে 'ফাইন্ড এক্স৯ আল্ট্রা' নিয়ে। লিক হওয়া তথ্য অনুযায়ী, এই ফোনে ব্যবহার করা হতে পারে ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা। দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চিয়তা দিতে এতে থাকতে পারে ৭০০০mAh-এর বিশাল ব্যাটারি।

ওপো ফাইন্ড এন৬ (Oppo Find N6): পারফরম্যান্স ও ফিচার
ফোল্ডেবল বা ভাঁজযোগ্য স্মার্টফোনের বাজারে 'ফাইন্ড এন৬' নিয়ে বড় পরিকল্পনা করছে অপো। এর সম্ভাব্য ফিচারগুলো হলো:
বিজ্ঞাপন
ডিসপ্লে ও ডিজাইন: ফোনটি দুটি ডিসপ্লেসহ বাজারে আসতে পারে। এটি পাওয়া যাবে টাইটেনিয়াম, ডিপ ব্ল্যাক এবং গোল্ডেন অরেঞ্জ—এই তিনটি আকর্ষণীয় রঙে। নিরাপত্তার জন্য এতে থাকবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

প্রসেসর ও মেমোরি: হাই-এন্ড পারফরম্যান্স ও নিরবচ্ছিন্ন মাল্টিটাস্কিংয়ের জন্য এতে থাকছে অত্যাধুনিক Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। ফোনটি ১৬ জিবি র্যাম এবং সর্বোচ্চ ১ টেরাবাইট (TB) ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যেতে পারে।
ক্যামেরা: লিক অনুযায়ী, এই ফোনেও ২০০ মেগাপিক্সেল সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে। ট্রিপল ক্যামেরা সেটআপে ২০০ এমপি এবং ২ এমপির সেন্সর থাকতে পারে। তবে প্রধান সেন্সর হিসেবে কোনটি কাজ করবে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: রাতে স্মার্টফোন চার্জ দেওয়ার সঠিক নিয়ম
ব্যাটারি ও চার্জিং: এতে ৬০০০mAh-এর (টিপিক্যাল ভ্যালু) ডুয়েল সেল ব্যাটারি ব্যবহার করা হতে পারে। রেটেড ক্যাপাসিটি হিসেবে এতে ২৭০০mAh এবং ৩১৫০mAh—মোট ৫৮৫০mAh ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকছে।
সব মিলিয়ে, প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন বাজারে এই মডেল দুটি কম্পিটিটরদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
এজেড

