তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৫, ১০:১০ এএম
অপো তাদের রেনো সিরিজে একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে কাজ করছে। অপো রেনো ১৫ প্রো মিনি নামের এই ফোনটি ইতোমধ্যেই বিভিন্ন লিক ও গুঞ্জনে উঠে এসেছে। এবার টিপস্টার গ্যাজেটস ডাটা দাবি করেছেন, ফোনটি খুব শিগগিরই ভারতে লঞ্চ হতে পারে—ডিসেম্বর ২০২৫-এর শেষ দিকে অথবা জানুয়ারি ২০২৬-এ। ফোনটির মডেল নম্বর সিপিএইচ২৮১৩।
লিক তথ্য অনুযায়ী, রেনো ১৫ প্রো মিনি-তে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ প্রসেসর। ফোনটিতে থাকবে ৬.৩২ ইঞ্চির ১.৫কে ফ্ল্যাট ওএলইডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
ফোনটির পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ—
২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর
৫০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা
৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, সঙ্গে ৩.৫ গুণ অপটিক্যাল জুম
সেলফি ও ভিডিও কলের জন্য সামনে দেওয়া হবে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।

অপো রেনো ১৫ প্রো মিনি-তে থাকবে ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট। পাশাপাশি এতে ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকার সম্ভাবনাও রয়েছে। ফোনটি আইপি৬৯ রেটিং-সহ আসতে পারে, ফলে এটি ধুলো ও পানির বিরুদ্ধে উন্নত সুরক্ষা দেবে।
আগের প্রতিবেদনে বলা হয়েছে, ফোনটি গ্লেসিয়ার হোয়াইট রঙে বাজারে আসতে পারে, যেখানে থাকবে বিশেষ রিবন-স্টাইল ফিনিশ। এই ডিজাইনটি শুধুমাত্র হোয়াইট ভ্যারিয়েন্টের জন্য এক্সক্লুসিভ হতে পারে। ফোনটির ওজন হতে পারে প্রায় ১৮৭ গ্রাম এবং পুরুত্ব প্রায় ৭.৯৯ মিলিমিটার।
আরও পড়ুন: বাজারে সাড়া ফেলতে আসছে পোকো এম৮ সিরিজ
সংস্থা এখনও অপো রেনো ১৫ প্রো মিনি-এর ভারতীয় লঞ্চ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে খুব শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কমপ্যাক্ট সাইজে ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন নিয়ে আসা এই ফোনটি মিড-প্রিমিয়াম সেগমেন্টে নতুন আকর্ষণ তৈরি করতে চলেছে।
এখন লঞ্চের অপেক্ষায় টেকপ্রেমী ও স্মার্টফোন ব্যবহারকারীরা।
এজেড