মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাজারে সাড়া ফেলতে আসছে পোকো এম৮ সিরিজ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ এএম

শেয়ার করুন:

বাজারে সাড়া ফেলতে আসছে পোকো এম৮ সিরিজ
বাজারে সাড়া ফেলতে আসছে পোকো এম৮ সিরিজ

পোকো সম্প্রতি বৈশ্বিক বাজারে এফ৮ সিরিজ উন্মোচন করেছে। এবার ভারতসহ অন্যান্য বাজারে পোকো এম৮ লাইনআপ নিয়ে কাজ করছে বলে জানা গেছে। আজ কোম্পানি ভারতে নেক্সট-জেনারেশন এম সিরিজের প্রথম টিজার প্রকাশ করেছে, যা ইঙ্গিত দিচ্ছে—শিগগিরই লঞ্চ হতে চলেছে নতুন এই সিরিজ। প্রতিবেদনে বলা হচ্ছে, জানুয়ারি ২০২৬-এ সিরিজটি বাজারে আসতে পারে।

পোকো এম৮ লাইনআপ আসছে


বিজ্ঞাপন


প্রথম টিজারে ফোনের নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি, শুধু নতুন এম সিরিজ আসছে—এমন বার্তা দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এই লাইনআপে থাকবে দুটি মডেল—পোকো এম৮ এবং পোকো এম৮ প্রো। কোম্পানি চলতি সপ্তাহের শেষ নাগাদ লঞ্চের তারিখ নিশ্চিত করতে পারে।

উল্লেখ্য, ভারতে রেডমি নোট ১৫ ফাইভ-জি এবং রিয়েলমি ১৫ প্রো সিরিজ ৬ জানুয়ারি ২০২৬-এ লঞ্চ হতে যাচ্ছে। ফলে এম৮ সিরিজ হবে চলতি মাসের তৃতীয় বড় স্মার্টফোন ঘোষণা।

রেডমি নোট ১৫-এর রি-ব্র্যান্ডেড সংস্করণ?

অনুমান করা হচ্ছে, পোকো এম৮ ও এম৮ প্রো মূলত রেডমি নোট ১৫ এবং নোট ১৫ প্রো প্লাস-এর রি-ব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। তবে রেডমি মডেলের তুলনায় এম৮ সিরিজের ডিজাইনে কিছুটা ভিন্নতা থাকতে পারে।


বিজ্ঞাপন


poco-m8-pro-6943e3c597edf

ক্যামেরায় সম্ভাব্য পরিবর্তন

প্রতিবেদন অনুযায়ী, যেখানে রেডমি নোট ১৫ প্রো প্লাসে থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সেখানে পোকো এম৮ প্রো-এ এর পরিবর্তে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেওয়া হতে পারে।

সামনে কী পরিকল্পনা পোকোর

এম৮ লাইনআপের পর কোম্পানি পোকো এম৮ প্রো সিরিজে ফোকাস শিফট করতে পারে বলে গুঞ্জন রয়েছে। চলতি বছরে স্ট্যান্ডার্ড এক্স৮ বাজারে থাকতে পারে। পাশাপাশি আলোচনা চলছে, দুটি নতুন মডেল—পোকো এম৮ প্রো এবং এক্স৮ প্রো ম্যাক্স—যা রেডমি টার্বো ৫ এবং টার্বো ৫ প্রো ম্যাক্স-এর রি-ব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। এসব ডিভাইস জানুয়ারিতে চীনে লঞ্চ হতে পারে।

এছাড়া, ২০২৬ সালে স্ট্যান্ডার্ড পোকো এফ৮ মডেলটি স্কিপ করা হতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

আরও পড়ুন: স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রা মডেল কবে আসবে জানা গেল

পোকো এম৮ সিরিজ ভারতের মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে নতুন প্রতিযোগিতা তৈরি করবে বলে মনে করা হচ্ছে। কোম্পানির টিজার ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে আগ্রহ ও উত্তেজনা বাড়িয়েছে। এখন অপেক্ষা শুধু জানুয়ারির লঞ্চের—টেকপ্রেমীদের নজর পোকোর দিকেই।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর