তথ্যপ্রযুক্তি ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ এএম
আজ ২১ ডিসেম্বর ২০২৫। উত্তর গোলার্ধের জন্য আজ বছরের সবচেয়ে ছোট দিন এবং সবচেয়ে দীর্ঘ রাত। আজই সংঘটিত হচ্ছে শীত অয়নান্ত, যার মধ্য দিয়ে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে শীত ঋতুর আনুষ্ঠানিক সূচনা হয়।
শীত অয়নান্ত কী
শীত অয়নান্ত হলো সেই সময়, যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে হেলে থাকে। ফলে সূর্যের আলো সবচেয়ে কম সময় উত্তর গোলার্ধে পৌঁছায়। এর কারণেই দিন ছোট হয় এবং রাত দীর্ঘ হয়। এটি কোনো দিনব্যাপী ঘটনা নয়, বরং একটি নির্দিষ্ট মুহূর্তে ঘটে।
কখন ঘটছে শীত অয়নান্ত
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় আজ রাত ৯টা ৩ মিনিটে শীত অয়নান্ত সংঘটিত হবে। এই মুহূর্তেই সূর্য আকাশে তার সবচেয়ে নিচু অবস্থানে থাকবে উত্তর গোলার্ধের দৃষ্টিকোণ থেকে।
সূর্যের অবস্থান ও দিনের দৈর্ঘ্য
আজ সূর্য অবস্থান করছে মকরক্রান্তি রেখার ঠিক ওপর। এর ফলে দক্ষিণ গোলার্ধে দেখা যাচ্ছে বছরের সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত। বিপরীতভাবে, উত্তর গোলার্ধে সূর্যের আলো সবচেয়ে কম পড়ছে। তাই আজ এখানে দিন সবচেয়ে ছোট এবং রাত সবচেয়ে দীর্ঘ।
ঋতু পরিবর্তনের মূল কারণ কী
পৃথিবী তার নিজ অক্ষের ওপর প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি কাত হয়ে রয়েছে। এই কাত হয়ে থাকার কারণেই পৃথিবীতে ঋতুর পরিবর্তন ঘটে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ঋতু পরিবর্তনের প্রধান কারণ নয়। বিজ্ঞানীরা জানান, জানুয়ারি মাসে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে। তবুও সে সময় উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে।

শীত অয়নান্তের পর কী হয়
শীত অয়নান্তের পর সূর্য ধীরে ধীরে বিষুবরেখার দিকে উত্তরমুখী যাত্রা শুরু করে। এর ফলে দিন ধীরে ধীরে বড় হতে থাকে এবং রাত ছোট হতে শুরু করে। এই প্রক্রিয়া প্রায় ছয় মাস ধরে চলতে থাকে এবং শেষে গ্রীষ্ম অয়নান্তে গিয়ে শেষ হয়।
বিষুবের গুরুত্ব
শীত ও গ্রীষ্ম অয়নান্তের মাঝামাঝি সময়ে ঘটে দুটি বিষুব। একটি মার্চ মাসে এবং অন্যটি সেপ্টেম্বর মাসে। এই সময় দিন ও রাত প্রায় সমান হয়। জ্যোতির্বিজ্ঞানের হিসাবে এই দুই বিষুব দিয়েই যথাক্রমে বসন্ত ও শরৎ ঋতুর সূচনা ধরা হয়।
আরও পড়ুন: ২০২৫ সালের দীর্ঘতম রাত আজ
জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে গুরুত্ব
জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে শীত অয়নান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এদিন সূর্য আকাশে তার সবচেয়ে নিচু পথে চলাচল করে। তবে বিজ্ঞানীরা বলছেন, সূর্য ওঠা ও অস্ত যাওয়ার সময়ের চূড়ান্ত পরিবর্তন কয়েক দিন আগে বা পরে ঘটতে পারে।
এজেড