images

তথ্য-প্রযুক্তি

রিয়েলমির এই ফোনে পাবেন প্রফেশনাল ক্যামেরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ পিএম

রিয়েলমি ‘জিটি’ সিরিজের নতুন ফোন Realme GT 8 Pro বাজারে এসেছে। এই ফোনের প্রধান আকর্ষণ এর উন্নত ক্যামেরা ফিচার, যা প্রফেশনাল গ্রেডের ছবি এবং ভিডিও ধারণ করতে সক্ষম।

ক্যামেরা ফিচার

Realme GT 8 Pro ফোনে রয়েছে Ricoh GR ক্যামেরা সিস্টেম, যা কনট্রাস্ট এবং ডিটেইলের ক্ষেত্রে অসাধারণ। এছাড়া আছে ২০০ মেগাপিক্সেলের Ultra Clarity Telephoto লেন্স, যা দূরের বিষয়ও স্পষ্টভাবে ক্যাপচার করতে সক্ষম। ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, যা ১১৬ ডিগ্রি ফিল্ড ভিউ দিয়ে বিস্তৃত দৃশ্য ধারণ করতে পারে।

ফোনের রিয়ার ক্যামেরা ইউনিট ডিটাচেবল ও swappable ডিজাইন-এ তৈরি, যা ব্যবহারকারীদের ক্যামেরা ফিচার কাস্টমাইজ করার সুবিধা দেয়। এছাড়া ২৮ এবং ৪০ মিলিমিটার ফোকাল লেংথ, সাদা-কালো ছবি ঝকঝকে তোলার সুবিধা এবং প্রফেশনাল গ্রেডের ভিডিও রেকর্ডিং সমর্থন পাওয়া যাবে।

hq720_(2)

প্রসেসর ও ডিসপ্লে

ফোনে রয়েছে Snapdragon 8 Gen 5 অক্টা-কোর প্রসেসর, যা Hyper Vision+ AI চিপের সঙ্গে যুক্ত। ডিসপ্লে ২কে রেজোলিউশন এবং ফ্ল্যাট প্যানেল সহ আসে, যা তীক্ষ্ণ ও পরিষ্কার ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়।

ব্যাটারি ও চার্জিং সুবিধা

Realme GT 8 Pro-তে রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। এটি দীর্ঘ সময় ব্যবহারের জন্য সক্ষম এবং দ্রুত চার্জিং সুবিধা দেয়।

Realme_GT_8_Pro

সফটওয়্যার সাপোর্ট

ফোনে অ্যানড্রয়েড ১৬ ভিত্তিক Realme UI পাওয়া যাবে, যা ইউজার এক্সপেরিয়েন্স আরও উন্নত করবে।

আরও পড়ুন: রিয়েলমি ১৬ প্রো সিরিজের ফোনে চমকপ্রদ ডিজাইন

Realme GT 8 Pro ফোনে প্রফেশনাল ক্যামেরা ফিচার, শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং উন্নত ডিসপ্লে সুবিধা একত্রে এসেছে। ব্যবহারকারীরা ঘরে বসেই প্রফেশনাল মানের ছবি ও ভিডিও রেকর্ড করতে পারবে, যা এই ফোনকে একটি সম্পূর্ণ ক্যামেরা-ফোকাসড স্মার্টফোন হিসেবে উপস্থাপন করছে।

এজেড