রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রিয়েলমি ১৬ প্রো সিরিজের ফোনে চমকপ্রদ ডিজাইন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ এএম

শেয়ার করুন:

রিয়েলমি ১৬ প্রো সিরিজের ফোনে চমকপ্রদ ডিজাইন
রিয়েলমি ১৬ প্রো সিরিজের ফোনে চমকপ্রদ ডিজাইন

রিয়েলমি ভারতীয় বাজারে তাদের স্মার্টফোনের পরিসর দ্রুত বাড়াচ্ছে। এবার রিয়েলমি ১৬ প্রো সিরিজ ফাইভ-জি শিগগিরই উন্মোচন হতে চলেছে এবং সংস্থা আনুষ্ঠানিকভাবে এর ক্যামেরা মডিউলের প্রথম ঝলক প্রকাশ করেছে। ফোনের পেছনে থাকবে গোলাকার আকৃতির ক্যামেরা মডিউল। উপরের অংশে বড়ির মতো আকৃতির ইউনিটে দুটি ক্যামেরা সেন্সর এবং নিচে দুটি বৃত্তাকার অংশ থাকবে—একটিতে প্রধান সেন্সর, অন্যটিতে আলো নির্গতকারী ডায়োড ফ্ল্যাশ। এই নকশা আগেই শেয়ার করা রিয়েলমি ১৬ প্রো-এর ডিজাইন ছবির সঙ্গে পুরোপুরি মিলছে।

রিয়েলমি ১৬ প্রো সিরিজ: সম্ভাব্য উন্মোচনের তারিখ ও রঙের বিকল্প


বিজ্ঞাপন


রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি ১৬ প্রো সিরিজ ৬ জানুয়ারি ২০২৫ তারিখে উন্মোচিত হতে পারে, যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। রিয়েলমি-র ভারতীয় ওয়েবসাইটে ইতিমধ্যেই পণ্যের পেজ চালু হয়েছে। রিয়েলমি ১৬ প্রো ফাইভ-জি এবং প্রো প্লাস ফাইভ-জি মডেলে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজের বিকল্প থাকতে পারে।

Realme_16_Pro-1200x675

রঙের বিকল্প

প্রো মডেলে থাকতে পারে পেবল গ্রে, মাস্টার গোল্ড এবং অর্কিড পার্পল রঙ। প্রো প্লাস মডেলে থাকতে পারে মাস্টার গ্রে, মাস্টার গোল্ড এবং ক্যামেলিয়া পিঙ্ক রঙ।


বিজ্ঞাপন


রিয়েলমি ১৬ প্রো ফাইভ-জি-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

এই স্মার্টফোনে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে অর্গানিক লাইট এমিটিং ডায়োড ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। প্রসেসর হিসেবে থাকতে পারে ২.৫ গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত চিপসেট। সফটওয়্যার হিসেবে ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক রিয়েলমি ইউআই ৭-এ। ক্যামেরা বিভাগে থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা। ব্যাটারি হিসেবে দেওয়া হতে পারে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি, সঙ্গে ৮০ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা।

realme-15-pro-e1764143682162-6937d9a6b805f

ফোনে ইন-ডিসপ্লে আঙুলের ছাপ শনাক্তকারী সেন্সর এবং ইনফ্রারেড ব্লাস্টারও থাকতে পারে। ফোনটির পুরুত্ব হতে পারে প্রায় ৭.৭৫ মিলিমিটার এবং ওজন প্রায় ১৯২ গ্রাম।

লুমা কালার ইমেজ প্রযুক্তির সঙ্গে ক্যামেরার পারফরম্যান্স আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। থ্রি-সি এবং টেনা তালিকা থেকে এই তথ্যগুলো সামনে এসেছে।

আরও পড়ুন: স্মার্টফোনে ডার্ক নাকি লাইট ওয়ালপেপার ব্যবহার করা ভালো?

সব মিলিয়ে, রিয়েলমি ১৬ প্রো সিরিজ মধ্যম বাজেটের বাজারে ক্যামেরা ও ব্যাটারির দিক থেকে বড় চমক আনতে চলেছে। উন্মোচনের আগে সংস্থার এই টিজিং ক্রেতাদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ৬ জানুয়ারির অপেক্ষায় এখন টেক দুনিয়া।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর