images

তথ্য-প্রযুক্তি

২০২৫ সালে ভারতীয়রা যেসব শব্দের সঠিক উচ্চারণ জানতে গুগলে সার্চ করেছেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পিএম

নিত্যদিনের কথাবার্তা, খাবার, বিনোদন কিংবা পড়াশোনার প্রয়োজনে আমরা অনেকেই ইংরেজি শব্দ ব্যবহার করি। তবে শব্দটি চোখে পরিচিত হলেও সঠিক উচ্চারণ জানা থাকে না—এমন উদাহরণ কম নয়। এই বিভ্রান্তি দূর করতে অনেকেই সরাসরি ভরসা করেন গুগলের ওপর। ঠিক কোন শব্দটি কীভাবে উচ্চারণ করতে হয়, তা জানতেই ২০২৫ সালে ভারতে বিপুল সংখ্যক মানুষ সার্চ করেছেন বিভিন্ন ইংরেজি শব্দ। গুগলের প্রকাশিত সাম্প্রতিক তালিকা থেকে উঠে এসেছে, কোন কোন শব্দ ভারতীয়রা সবচেয়ে বেশি ভুল উচ্চারণ করেন এবং সেগুলোর সঠিক উচ্চারণ জানতেই অনলাইনে খোঁজ করেছেন সবচেয়ে বেশি।

১. Croissant: শব্দটি ২০৬৪০০ বার সার্চ করা হয়েছে। এটি 'kwah-son' হিসেবে উচ্চারিত হয়।

২. Ghibli: শব্দটি ১২৪৮০০ বার সার্চ করা হয়েছে। এটি 'gee-blee' হিসেবে উচ্চারিত হয়।

৩. Schedule: এটি ১১২৮০০ বার সার্চ করা হয়েছে। সঠিক উচ্চারণ হল 'shed-yuol'

৪. Dachshund: এটি ৮৮৮০০ বার সার্চ করা হয়েছে। সঠিক উচ্চারণ হল 'daks-und'।

৫. Accent: শব্দটি ৯৪৮০০ বার সার্চ করা হয়েছে। এটি 'AK-sent' হিসেবে উচ্চারিত হয়।

৬. Poem: এটি ৯২০০০ বার সার্চ করা হয়েছে। এটি 'pow-uhm' হিসেবে উচ্চারিত হয়।

৭. Women: এটি ৯১২০০ বার সার্চ করা হয়েছে। এটি 'wi-muhn' হিসেবে উচ্চারিত হয়।

৮. Genre: এটি ৮৬৪০০ বার সার্চ করা হয়েছে। এর সঠিক উচ্চারণ হল 'zhon-ruh'।

৯. Audio: ৮৪২০০টি সার্চের মাধ্যমে, এটি গুগলে সর্বাধিক সার্চ করা শব্দগুলির মধ্যে একটি। উচ্চারণ হল 'aw-dee-ow'। 

১০. Water: শব্দটি ৮৪০০০ বার সার্চ করা হয়েছে। এটি 'waw-tuh' হিসাবে উচ্চারিত হয়।

১১. Niche: এটি ৮১৬০০ বার সার্চ করা হয়েছে এবং 'neesh' হিসাবে উচ্চারিত হয়।

১২. Nutella: এটি ৭৬৮০০ বার সার্চ করা হয়েছে। এটি 'nuh-tell-uh' হিসাবে উচ্চারিত হয়।

১৩. Acai: এটি ৭৫৬০০ বার সার্চ করা হয়েছে এবং 'ah-sigh-ee' হিসাবে উচ্চারিত হয়।

google_pic

১৪.Spaghetti: শব্দটি ৭৩২০০ বার সার্চ করা হয়েছে। এটি 'spuh-get-ee' হিসাবে উচ্চারিত হয়।

১৫. Flowers: এটি ৭২০০০ বার সার্চের রেকর্ড করা হয়েছে এবং 'flau-uh' উচ্চারিত হয়।

১৬. Entrepreneur: শব্দটি ৬৯৬০০ বার সার্চ করা হয়েছে। এর উচ্চারণ ‘on-truh-pruh-nuh।’

১৭. Bouquet: এটি ৬৬০০০ বার সার্চ করা হয়েছে। এটি ‘boo-kay’ হিসেবে উচ্চারিত হয়।

আরও পড়ুন: আইফোনে গুগল ক্রোম ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

১৮. Ukulele: এটি ৬৩৬০০ বার সার্চ করা হয়েছে। এর সঠিক উচ্চারণ হল ‘yoo-kuh-lay-lee’।

১৯. Cacao: এটি ৬২৬০০ বার সার্চ করা হয়েছে এবং এর সঠিক উচ্চারণ ‘kuh-kow’।

২০. Ferrero Rocher: ৬২৪০০ বার অনুসন্ধানের মাধ্যমে এটি সর্বাধিক সার্চ করা শব্দের তালিকার মধ্যে একটি হয়ে উঠেছে। এটি ‘fuh-reuh-row-row-chuh’ হিসেবে উচ্চারিত হয়।

এজেড