শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আইফোনে গুগল ক্রোম ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পিএম

শেয়ার করুন:

আইফোনে গুগল ক্রোম ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে। কোম্পানিটি জানিয়েছে যে গুগল ক্রোম ব্যবহারে গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে। শুধু ক্রোম নয়, গুগলের আরও কয়েকটি অ্যাপও ব্যবহারকারীর ডেটা সংগ্রহের মাধ্যমে নিরাপত্তা সংকট তৈরি করতে পারে। এ কারণে অ্যাপল সাফারি ব্যবহারের পরামর্শ দিয়েছে, যেখানে গোপন ফিঙ্গারপ্রিন্টিংসহ নানা ধরনের ট্র্যাকিং প্রতিরোধে উন্নত সুরক্ষা রয়েছে।

কেন অ্যাপলের সতর্কবার্তা?


বিজ্ঞাপন


এই সতর্কতায় গোপন ফিঙ্গারপ্রিন্টিং বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টিং বলতে ফোনের বিভিন্ন তথ্য সংগ্রহ করে একটি ট্র্যাকযোগ্য পরিচয় তৈরি করার কৌশলকে বোঝায়। অ্যাপলের দাবি, সাফারি এই ফিঙ্গারপ্রিন্টিং প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে।

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, গুগল এই বছর এমন একটি নিয়ম সরিয়ে দিয়েছে যা ফিঙ্গারপ্রিন্টিং বন্ধ রাখতে সাহায্য করত। এখন সেটি আর বন্ধ করা যাচ্ছে না, ফলে ব্যবহারকারীর ডেটা গোপনে সংগ্রহ হওয়ার ঝুঁকি বেড়েছে।

অন্যদিকে, মোজিলা তাদের ব্রাউজার ফায়ারফক্সেও অনুরূপ সুরক্ষা যুক্ত করেছে।

সাফারির গোপনীয়তা বৈশিষ্ট্য


বিজ্ঞাপন


অ্যাপলের সাফারিতে যে গোপনীয়তা সুবিধাগুলো পাওয়া যায়—

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ট্র্যাকিং প্রতিরোধ

সত্যিকারের ব্যক্তিগত ব্রাউজিং সুবিধা

অবস্থানগত তথ্য চুরির বিরুদ্ধে সুরক্ষা

ডিভাইসকে বিভিন্ন ট্র্যাকার সিস্টেমের কাছে প্রায় একই রকম দেখানো হয়, যাতে শনাক্ত করা কঠিন হয়

অ্যাপল আরও বলেছে—সাফারি গুগল ডকস, শিট ও স্লাইডের সঙ্গেও স্বচ্ছন্দে কাজ করতে পারে। অর্থাৎ, কাজের ক্ষেত্রে কোনও সমস্যা হয় না।

153260668

গুগল অ্যাপগুলোর বাড়তি ঝুঁকি

সাফারি ব্যবহার করলেও সতর্ক হতে হবে, কারণ সাফারিতে অনুসন্ধানের সময় গুগল প্রায়শই ডিফল্ট অনুসন্ধান ইঞ্জিন হিসেবে থাকে। এছাড়া, গুগল এখন প্রতিটি পাতার নিচে তার অ্যাপগুলোর লিঙ্ক দেখায়, যাতে ভুলবশত ক্লিক হওয়ার সম্ভাবনা বাড়ে।

আরও পড়ুন: এসব সহজ লক্ষণেই বুঝে নিন আপনার ল্যাপটপ-কম্পিউটার হ্যাক হয়েছে কি না

অ্যাপলের মতে, গুগলের কিছু অ্যাপ দ্বারা সংগৃহীত ব্যক্তিগত ডেটা ক্রোমের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। ফলে কেউ যদি ব্যক্তিগত ব্রাউজিং চান, তবে সাফারি থেকে গুগলের কোনও “পরীক্ষা করুন” ধরনের বাটনে ক্লিক না করাই ভালো।

তাহলে কি ক্রোম ব্যবহার করা যাবে না?

ক্রোম এখনও বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ব্রাউজার। ব্যবহারকারীরা চাইলে এটি ব্যবহার করতেই পারেন — সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। তবে গুগল অ্যাপ বা ব্রাউজার ব্যবহার করার আগে ডেটা কীভাবে সংগ্রহ হয়, কোথায় যায় এবং তার ঝুঁকি কী—সে সম্পর্কে সচেতন থাকা জরুরি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর